
আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা
সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা ইউনিয়নের রানিতলায় একটি আম গাছ থেকে আম হারভেস্ট করা অবস্থায় ২’শ কেজি অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে আম ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দূপুর ২ টার দিকে উপজেলার মৌতলায় রানিতলা সংলগ্ন এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস অভিযান পরিচালনা করেন। আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দীন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস জানান, নির্দ্ধারিত সময়ের পূর্বে অপরিপক্ক আম বিক্রির উদ্দেশ্যে হারভেস্ট করছিল এমন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে মৌতলা রানিতলা ঐ আম বাগেনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অসাধু ব্যবসায়ী উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আম ব্যবসায়ী আল আমিন (৪৬) ও একই ইউনিয়নের মিজানুর রহমান মিজান (৩৬)কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরিপক্ক আম জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনা সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দীন উপস্থিত ছিলেন।