এফবিসিসিআইয়ের জেনারেল বডির মেম্বার ও বাংলাদেশ মোবাইল ফোন রিচার্জ ব্যবসায়ী এসোসিয়েশনের সদস্য ইব্রাহীম খানের ২ মেয়ে বাবার জন্য দোয়া চাইলেন । তারা বলেন বাবা দ্বিতীয় বারের মতো স্ট্রোক করেছেন। প্রায় ৫ দিন হয়ে গেলেও এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি তিনি।অসুস্থ বাবার জন্য তাই সবার কাছে দোয়া চেয়েছেন ২ মেয়ে স্বর্ণা ও সিনথিয়া।
সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তারা লিখেছেন, 'আসসালামু আলাইকুম। আমার বাবা ৫ দিন হলো দ্বিতীয় বারের মতো স্ট্রোক করেছে। আমার বাবা আমাদের জীবনের অনেক বড় কিছু, সব কিছুর ঊর্ধ্বে । আমাদের কোন ভাই নেই। তার শারীরিক অবস্থা এখন এই একটু ভালো, আবার এই খারাপ হয়ে যায়।এই মুহূর্তে অত্যন্ত খারাপ।
তারা আরও লিখেছেন, 'আপনাদের কাছে অনুরোধ করছি, আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন আমরা জানি না তিনি তো সবকিছু দেখেন বুঝেন জানেন। আল্লাহু মালিক। '