মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
কারিগরি শিক্ষার মর্যাদা ও চাকরির নিশ্চয়তার দাবিতে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। জানা গেছে,
১৯ এপ্রিল শনিবার বেলা সাড়ে ১১টায় এ ইনস্টিটিউট চত্বরে থেকে উক্ত মিছিলটি শুরু হয়ে ডিসি কোর্টের সামনে দিয়ে যেয়ে শহীদ হৃদয় তরুয়া চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা মাথায় লাল ফিতা বেঁধে বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।
তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে:
১. কারিগরি শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা।
২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ২য় শ্রেণির পদে নিয়োগ ও বেতন কাঠামো সমতা।
৩. উচ্চতর শিক্ষা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির সুযোগ সম্প্রসারণ।
৪. সরকারি প্রকল্পে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অংশগ্রহণ নিশ্চিত করা।
৫. পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ বাধ্যতামূলক ও বেতনভিত্তিক করা।
৬. জাতীয় পর্যায়ে কারিগরি শিক্ষাকে মর্যাদার আসনে বসানো।
উক্ত ইনস্টিটিউটের সপ্তম পর্বের শিক্ষার্থী মোঃ ইভান সাংবাদিকদের বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। একই কাজে বিসিএস ক্যাডার বা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের বেশি গুরুত্ব দেওয়া হয়। এটা বন্ধ করতে হবে।”
তৃতীয় পর্বের শিক্ষার্থী আহমেদ হ্যাপী গণমাধ্যমের প্রতিনিধিদের বলেন, “কারিগরি শিক্ষা দেশের অর্থনীতির চাকা সচল রাখে, অথচ আমরা নানা অবহেলার শিকার। এই বৈষম্য দূর না হলে আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।”
শিক্ষার্থীরা এসময় সাংবাদিকদের আরো জানান, তাদের দাবি আদায়ে কেন্দ্রীয় আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়েছে এবং দাবিগুলো পূরণ না হলে আন্দোলন চলতে থাকবে ।
এ দিকে শান্তিপূর্ণ এই কর্মসূচি ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।