
মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের তেতুলিয়ায় অফিসার ইনচার্জ, তেতুলিয়া মডেল থানা কতৃক সামাজিক সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ই অক্টোবর) দুপুরে উপজেলার আজিজনগর বাজারে তেতুলিয়া মডেল থানা পুলিশ এই আলোচনা সভা আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন তেতুলিয়া মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয়রা। আলোচনা সভায় মাদক, জুয়া, সীমান্ত চোরাচালান সহ বিভিন্ন ধরনের সামাজিক অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয়। এ সময় ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, মাদক,জুয়া সমাজে বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজের জন্ম দেয়। মাদক সেবনকারীরা নিজে যেমন ক্ষতির সম্মুখীন হয়, তেমনি ভাবে মাদক সেবনকারীর পরিবারে সবসময় অশান্তি লেগেই থাকে। তারা মাদক ও জুয়ার টাকা জোগাড় করতে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়ে।
এতে সমাজে অন্যায় বৃদ্ধি পায়। এক সময় তারা চুরি ছিনতাই করে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে। তিনি উপস্থিত সকালের উদ্দেশ্যে বলেন, যারা মাদক, জুয়া সহ এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত, সে নিকটতম আত্মীয় বা পরিবারের যে কেউ হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসতে সর্বোচ্চ সহযোগিতার আশা ব্যক্ত করেন। উপস্থিত সকলের পাশাপাশি পরিবারের কেউ যেন এ ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে না পড়ে সেদিকে সকলের সুদৃষ্টি কামনা করেন।
যুব সমাজকে তিনি কর্মমুখী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, বেকার সময় পার করে সামাজিক বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে নিজের জীবনকে নষ্ট করার বিপরীতে ছোট হোক বা বড় হোক যে কোনো ভালো কাজের সাথে সম্পৃক্ত হয়ে নিজের ও পরিবারের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তেতুলিয়া মডেল থানা পুলিশের এ ধরনের জনসচেতনতামূলক আলোচনা সভায় উপস্থিত সকলেই তেতুলিয়া মডেল থানা পুলিশের প্রশংসা করেন এবং নিজেরা সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড হতে বিরত থাকার পাশাপাশি অন্যরা যেন কোন প্রকার অপরাধ মূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখার প্রতিশ্রুতি দেন।