ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

দৃষ্টি-প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা,আসামও মনির গ্রেফতার

লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় চাঞ্চল্যকর দৃষ্টি-প্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মনির (৪০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

গতকাল শুক্রবার র‍্যাব-১১ ও র‍্যাব-৭ চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকা যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শনিবার (১৯এপ্রিল) বিকালে নোয়াখালী র‍্যাব-১১ সিপিসি-৩,সিনিয়র সহকারী পুলিশ সুপার কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন।

মিঠুন কুমার কুন্ডু বলেন,গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ ও র‍্যাব-৭ এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা এলাকায় অভিযান পরিচালনা করে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার এজাহারনামীয় ৭নং আসামি মনির (৩৫),কে গ্রেফতার করতে সক্ষম হয়।

এজাহার পর্যালোচনায় জানা যায় যে,মামলার বাদী বজলুর রহমান ভুলু (৩০) লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার বাসিন্দা ও নিহত ব্যক্তি নুরুল আমিন আমিন সর্দার (৭০) তার পিতা। বিগত ইং-০৭/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ১১.২০ ঘটিকার সময় সূত্রোক্ত মামলার এজাহারনামীয় আসামীসহ অপরাপর অজ্ঞাতনামা ১৫/২০ জন আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে বাদীর পথরোধ করে বাদীকে এলোপাথাড়ি মারধর শুরু করে।

ঘটনাস্থলের পাশে বাদীর বসত-বাড়ি হওয়ায় বাদীর শোর-চিৎকারে তার দৃষ্টি-প্রতিবন্ধী পিতা ভিকটিম নুরুল আমিন আমিন সর্দার (৭০) এগিয়ে আসলে তাকেও এলোপাথাড়ি মারধর করতঃ মৃত্যু নিশ্চিত করার জন্য ভিকটিমের বুক-পিঠ,তলপেট ও মাথায় আঘাত করে। এতে বাদীর পিতা ভিকটিম নুরুল আমিন আমিন সর্দার গুরুতর আহত হলে তাকে বাঁচাতে বাদীর পরিবার ও অন্যান্য আত্মীয়স্বজনেরা এগিয়ে আসলে এজাহারনামীয় আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদেরকেও আক্রমণ করে গুরতর জখম করে। পরবর্তীতে ভিকটিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর এজাহারনামীয় ও অপরাপর অজ্ঞাতনামা আসামীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভয়-ভীতি ও হুমকি প্রদর্শন করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বাদীর পিতা ভিকটিম নুরুল আমিন আমিন সর্দার (৭০) সহ বাদী ও তার পরিবার-আত্মীয়স্বজন চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার ভিকটিম নুরুল আমিন আমিন সর্দার (৭০) কে মৃত ঘোষণা করেন। বাদী ১৩ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে এজাহার দায়ের করলে সূত্রে বর্ণিত মামলাটি রুজু হয়। মামলাটি রুজু হওয়ার পর হতে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামীরা গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক ছিল। র‍্যাব-১১,সিপিসি-৩,নোয়াখালী এর আভিযানিক দল উক্ত মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা পলাতক আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম আরম্ভ করে।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ও র‍্যাব-৭,সিপিএসসি, পতেঙ্গা, চট্টগ্রাম এর যৌথ আভিযানিক দল গত শুক্রবার ( ১৮ এপ্রিল) বিকাল ৪ টা ৫০ মি: সিএমপি, চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন ছোটপুল এলাকায় অভিযান পরিচালনা করে সূত্রে বর্ণিত মামলার এজাহারনামীয় ৭নং আসামী মনির (৩৫),পিতা-চৌধুরী, সাং-তোরাবগঞ্জ, ২নং ওয়ার্ড,থানা-কমলনগর,জেলা-লক্ষ্মীপুরকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত নাম ও ঠিকানা প্রকাশ করে এবং ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ