
আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোন রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৯এপ্রিল) সকালে রাজধানীর বিমানবন্দর থানা পরিদর্শনে এসে এসব বলেন তিনি।
মো.জাহাঙ্গীর আলম বলেন, আমরা চেষ্টা করছি যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নত করা যায়। আমরা মূলত পরিদর্শনে করছি কারন আমাদের পুলিশ সদস্যদের থাকার জায়গা খাওয়ার জায়গা গুলো কেমন এগুলো দেখার জন্য। তাদের কাছ থেকে কাজ আদায় করতে হলে তাদের থাকা এবং খাওয়ার জায়গার দিকে আমাদের খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধার জন্য একই বিভাগে পোস্টিংয়ের বিষয়ে চিন্তা করছে সরকার। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে আরও উন্নত হয় সেক্ষেত্রে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।
পুলিশ সদস্যদের বদলি করার পরও তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগদান করছে না এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাদের বদলি হওয়ার পরেও তারা কর্মস্থলে যোগদান করছে না এমন প্রমান পেলে তাদের বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নিবে।
সাংবাদিকদের উদ্যেশ্যে তিনি বলেন, আপনারা তাদের একটা তালিকা দিন আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিবো। আপনারা জানেন ঢাকায় প্রায় সবই নতুন।
গতকাল আ.লীগের মিছিল হয়েছে। একটা অভিযোগ আসছে আ.লীগ বা তাদের দোষর যারা তারা বিভিন্ন সময়ে মিছিল করছে। এই বিষয়ে পুলিশ সদস্যদের ইন অ্যক্টিভ থাকা বিষয়টি সামনে আসছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ অলরেডি দুইজনকে ধরেছে। আওয়ামী লীগের কার্যক্রম ও ঝটিকা মিছিলের বিরুদ্ধে পুলিশের কোন রকম নিষ্ক্রিয়তা পেলে কঠোর ব্যাবস্থা নেওয়া হবে। তারা যদি এগুলো ভালো ভাবে কন্ট্রোল করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ডিআই/এসকে