ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

বোদায় বিএনপি দলকে চাঙা করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ছে

কুয়েল ইসলাম সিহাত, বোদা (প্রঞ্চগড়) প্রতিনিধিঃ দীর্ঘ কয়েক বছর পর পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা দল গোছানোয় মনোযোগী। বিএনপির তৃণমূলে বেড়েছে সাংগঠনিক তৎপরতা।
পঞ্চগড়ের বোদা উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম-গঞ্জে নেতারা নানা কর্মসূচিতে তৎপর হয়েছেন।
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির একক প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ ইতি মধ্যে বোদা উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ পৌরসভায় বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে কমিটি সম্পন্ন করেন। তিনি প্রতিটি ইউনিয়নে গণসংযোগ, উঠান বৈঠক করে দলকে সুসংগঠিত করেছেন। প্রতিটি ওয়ার্ড থেকে ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠনে তিনি নিজেই উপস্থিত ছিলেন।এরোই ধারাবাহিকতায় সম্প্রতি বোদা উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে ও কমিটি গঠনের লক্ষে বিএনপি নেতা এ্যাড. মো. খলিলুর রহমানকে প্রধান নির্বাচন কমিশনার ও এ্যাড. মো. জাকির হোসেনকে সহকারী নির্বাচন কমিশনার করে দুই সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এদিকে নির্বাচন পরিচালনা কমিশন বোদা উপজেলা বিএনপির সম্মেলন সফল করতে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহের আহবান জানান। এই ৩ টি পদের মনোনয়ন সংগ্রহ ও জমাদানের শেষ দিন ছিল ১৫ এপ্রিল (মঙ্গলবার)।
নির্বাচন পরিচালনা কমিশনের আহবায়ক অ্যাডভোকেট মো.খলিলুর রহমান জানান, সভাপতি পদে বর্তমান বিএনপির উপজেলা আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক, ময়দানদিঘী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো, আব্দুল মান্নান ও বর্তমান বিএনপির উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক এবং সাকোয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আফাজুল ইসলাম এই ২ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান বিএনপির উপজেলা আহবায়ক কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ ১ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। দুটি সাংগঠনিক সম্পাদক পদের জন্য ৪ প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
প্রার্থীরা হলেন- উপজেলা ছাত্র দলের আহবায়ক,পঞ্চগড় চেম্বারের পরিচালক ও মো.রায়হানুল আলম প্রধান রিয়েল, ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মো.আবু রায়হান রাফি, উপজেলা কৃষক দলের আহবায়ক দেলোয়ার হোসেন এবং চন্দনবাড়ি ইউনিয়ন বিএনপির নেতা মো. সাজ্জাদ করিম। তিনি আরো জানান, কমিটি গঠনে প্রতিটি ইউনিয়নের ৭১ জন করে ১০টি ইউনিয়নের মোট ৭১০ কে কাউন্সিলর নির্বাচিত করা হয়েছে।
পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মো.ফরহাদ হোসেন আজাদ বলেন, কমিটি গঠনে দলের ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন করা হবে।
যারা দলের দু’সময়ে দলের সাথে ছিল তারা কমিটিতে পদ পদবী পাওয়ার যোগ্য।
তিনি আরোও জানান, গণতান্ত্রিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে একটি শক্তিশালী কমিটি গঠনে তৃর্ণমূলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে, কাউন্সিলদের ভোটের মাধ্যমে বোদা উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে।আলহাজ্ব মো. ফরহাদ হোসেন আজাদ বলেন, কমিটি গঠনে দলের ত্যাগী নেতা কর্মীদের মুল্যায়ন করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১ দফা রাষ্ট্রকাঠামো মেরামতের বার্তা বাস্তবায়নে প্রত্যেক ইউনিটকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী নির্বাচনকে সামনে রেখে জনকল্যাণমুখী কাজ এবং সাংগঠনিক তৎপরতা বাড়াতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো কোনো কর্মকান্ডে কেউ জড়িত হলে তাকে দল থেকে বিতারিত করা হবে বলেও সতর্ক করেন।

শেয়ার করুনঃ