
বিএনপির নবম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে একটি চলন্ত ট্রাকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন ট্রাকচালক সাইফুল ইসলাম (৪৫)। ৩ই ডিসেম্বর রোববার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোয়ালবাথান এলাকায় রডভর্তি ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আহত চালক সাইফুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকার ইয়াদ আলীর ছেলে। ট্রাকে আগুনের
ঘটনায় ট্রাকচালক সাইফুল ইসলামের শরীরের কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালিয়াকৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রড ভর্তি ট্রাক নিয়ে চালক সাইফুল ইসলাম চট্টগ্রাম থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে আসেন। রোববার ভোরে ট্রাকটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার
গোয়ালবাথান এলাকায় পৌঁছলে অজ্ঞাত দুর্বৃত্তরা চলন্ত ট্রাকটিতে অগ্নিসংযোগ করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে।কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান বলেন, আহত ট্রাক চালককে চিকিৎসার
জন্য পাঠনো হয়েছে। তবে দুর্বৃত্তদের কাউকে আটক করা সম্ভব হয়নি।