ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন
আগামী মাসে প্রতিটি ওয়ার্ডে ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে:ডিএনসিসি প্রশাসক
আমতলীতে আ’লীগ সভাপতির ইসলামী আন্দোলনের সদস্য ফরম পূরন
নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ৬ সদস্য গ্রেফতার
নান্দাইলে ৫০বছর যাবত সম্পত্তি থেকে বঞ্চিত অসহায় পরিবার
কুয়াকাটায় চলছে ৩দিন ব্যাপী রাখাইনদের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব
বিরামপুরে ওপেন হাউস ডে অনুষ্ঠিত
আত্রাইয়ে সামাজিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সুধী সমাবেশ
৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ: স্ত্রীর মামলায় থানায় এসে স্বরাষ্ট্র উপদেষ্টার মুখোমুখি বৃদ্ধ
ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ চত্বরে বিএনপির যৌথ সভা
শৈলকুপা বি‌সিএস অ‌ফিসার্স ফোরা‌মের বা‌র্ষিক সাধারণ সভা ও ঈদ পুন‌র্মিলন
আ.লীগের মিছিল প্রসঙ্গে পুলিশের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা, কন্ট্রোল করতে না পারলেই ব্যবস্থা
চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ১১জন হাফেজকে পাগড়ি প্রদান
বোদায় বিএনপি দলকে চাঙা করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ছে

নাইক্ষ্যংছড়িতে চাক নৃ-গোষ্ঠীর পানি খেলা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

নাইক্ষ্যংছড়িতে দেশের বিলুপ্তপ্রায় চাক নৃ-গোষ্টির মৈত্রী পানি বর্ষণ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুস্কার বিতরণের মধ্য দিয়ে বর্ণিল সাজে ২ দিন ব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। বাংলা নববর্ষ তথা মাহা সাংগ্রাই পোয়ে ২০২৫ উপলক্ষ্যে এ অনুষ্ঠিত অনুষ্ঠানে খিলা খেলা ও পানি খেলা হরেক রকম খেলার আযোজন করা হয়।

শুক্রবার ( ১৯ এপ্রিল) সকাল থেকে নাইক্ষংছড়ি সদর ইউনিয়নের চাক হেডম্যানপাড়া সংলগ্ন মাঠে নারী-পুরুষেরা রং বেরং পোশাকে সজ্জিত হয়ে যুব-যুবতী ও কিশোর কিশোরীরা আনন্দ ভাগাভাগি করতে দলে দলে নেচে গেয়ে মৈত্রী পানি বর্ষা অনুষ্ঠানের প্যান্ডেলে প্রবেশ করে। আয়োজকরা জানান,গেল বছরের সব দুঃখ গ্লানি মুছে ফেলতে একে অপরে মৈত্রী পানি ছিটিয়ে আনন্দ ভাগাভাগি করে নেন তারা। এতে বয়স্ক নর নারীরাও অংশ নেন । প্রতি বছর এ অনুর্ঠানের আয়োজন চলে। এ বছর বান্দরবার চাক নৃ-গোষ্ঠী সাংস্কৃতি ইনস্টিটিউটের সার্বিক সহযোগীতায় আয়োজনটি আরো ব্যাপক ভাবে অনুষ্ঠিত হয়। গত দু’দিন ধরে এখানে অনুষ্ঠিত হয়,ঘিলা খেলা রশি খেলা,হাঁস খেলা,তৈল বাঁশে আরোহন,বাজনার তালে তালে চেয়ারখেলা সহ হরেক রকম খেলা।

আয়োজক কমিটির সভাপতি জানান,বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে আয়োজিত এ মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন,বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের সিনিয়র স্টাফ খংছাইন চাক। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
স্খানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইচিং অং চাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ মাহবুব ইলাহী,নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেস ক্লাব প্রতিষ্ঠতা-সভাপতি মাঈনুদ্দিন খালেদ, বান্দরবান চাক নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের কালচার্ল অফিসার কালিপদ দাস,বিশিষ্ট চাক নেতা উচালা চাক,২৭০ মৌজার হেডম্যান বাছাচিং চাক, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ ইউনুছ প্রমূখ। সভা সঞ্চলনা করেন উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক
চাইলা অং চাক।

শেষ পানি ছিটিয়ে আনন্দে ভাগাভাগি করে মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে চাক সস্প্রদায়ের যুবক যুবতীরা । প্রতি বছর এই চাক সম্প্রদায়ের উদ্যোগে আয়োজিত হলেও এলাকায় পাহাড়ি- বাঙালি বিভিন্ন সম্প্রদায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এ বছর মৈত্রী পানি বর্ষণ অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।এ উৎসবটি আয়োজন করেন বান্দরবান
ক্ষুদ্র চাক নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে চাক হেডম্যান পাড়া মাহা সাংগ্রাইং উৎসব উদযাপন কমিটি। অনুষ্ঠানটি সুস্থ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন কমিটির সংশ্লিষ্টরা ।

শেয়ার করুনঃ