মোঃ কামরুজ্জামান হেলাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি।
৬ দফা দাবি পূরণে সুস্পষ্ট ঘোষণা না পাওয়ায়,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে কাফনের কাপড় মাথায় বেঁধে পটুয়াখালীতে পলিটেকনিক শিক্ষার্থীদের 'কাফন মিছিল' অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, ১৮ এপ্রিল শুক্রবার এ মিছিলটি জুম্মার নামাজের পরে উক্ত ইনস্টিটিউট'র সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক সমূহ প্রদক্ষিণ করে শহিদ হৃদয় তরুয়া চত্বরে আসে। এ মিছিলের অগ্রভাগে ছিলেন সপ্তম পর্বের শিক্ষার্থী মো. আশরাফুল আলম মিরাজ, মো. আফ্রিদি, জি. এম. বাইজিদ, তৃতীয় পর্বের শিক্ষার্থী আহমেদ হ্যাপী এবং সপ্তম পর্বের শিক্ষার্থী উর্মি মিম সহ পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট'র বিভিন্ন ব্যাচের একাধিক শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা বলেন, “আমরা ন্যায্য দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। বৃষ্টি আমাদের থামাতে পারেনি, থামাতে পারবে না। আমাদের দাবি মানতে হবে না হলে আন্দোলনের ধরন আরও কঠোর হবে।”মিছিল শেষে শিক্ষার্থীরা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে গিয়ে কিছু সময় অবস্থান করেন এবং শেষ পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে গিয়ে অবস্থান নেন।অন্যদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।