মো. সফর মিয়া,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে আজ শুক্রবার ১২ এপ্রিল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কুড়িঘর গ্রামে অনুষ্ঠিত হয়েছে জমকালো ঐতিহ্যবাহী লাঠি খেলা। স্থানীয় সংস্কৃতি ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে বিকেল ৩টা থেকে কুড়িঘর উচ্চ বিদ্যালয় মাঠে লাঠি খেলা দেখতে জরো হন হাজার হাজার মানুষ। “লাঠির ছন্দে শপথ করি, মাদক ছাড়া জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নজরুল ইসলাম নজু।খেলাটি উদ্বোধন করবেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। খেলায় প্রধান আকর্ষণ ছিলেন নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুমুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ, আনন্দ টিভির প্রতিনিধি মো:আবু কাউছার, বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, কুড়িঘর উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ মাসুদুর রহমান,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মহিউদ্দীন আহমেদ মহিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু হানিফ মোল্লা,ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম সহ আরো অসংখ্য গুণীজন ।
গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এমন আয়োজন যেন আরও বেশি করে অনুষ্ঠিত হয়—এই প্রত্যাশাই জানাচ্ছেন এলাকাবাসী।