
কুড়িগ্রামের উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার কেবলকৃষ্ণ এলাকায়। এ ঘটনায় বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছে ভূক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা গেছে, গুনাইগাছ ইউনিয়নের কেবলকৃষ্ণ এলাকায় পানি প্রবাহের জন্য একটি ব্রিজ রয়েছে। ব্রিজের পশ্চিম পাশে ওই এলাকার শুকুর আলীর (৬৫) পুকুর ও জমি রয়েছে। তিনি জমির কিছু অংশে বসত বাড়ি নির্মানের জন্য প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন থেকে ব্রিজ দিয়ে বন্যার পানি নিস্কাশন হয়ে আসছে। পানি প্রবাহ সচল রাখতে ও এলাকাবাসীর সুবিধার জন্য শুকুর আলী তিন শতক জমি দিয়ে দেন। সম্প্রতি ব্রিজের বিশ গজ পাশে ওই ইউনিয়নের নাগদাহ এলাকার গোলাপ উদ্দিনের ছেলে রুহুল আমীন (৬০) মাটি ভরাট করে। ফলে পানি প্রবাহের মুখ বন্ধ হয়ে যায়। ব্রিজের মুখ করে দেয়ার কারনে পানি প্রবাহ বন্ধ হয়ে ওই এলাকার শত শত একর জমির ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রিজের পাশে থাকা বাড়ি ঘরের ক্ষতির আশংকা রয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে শুকুর আলী বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেছেন।
অভিযোগ কারী শুকুর আলী বলেন, ব্রিজের মুখের পাশে মাটি ভরাট করায় স্বাভাবিক পানি প্রবাহের ব্যঘাত ঘটতে পারে। পরবর্তীতে বৃষ্টি শুরু হলে পানি জমে ব্যাপক আবাদী জমির ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই ঘটনার সুষ্ঠ সমাধানের জন্য ইউএনও স্যারের কাছে অভিযোগ করেছি।
এ বিষয়ে ব্রিজের পাশে মাটি ভরাটকারী রুহুল আমীনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার জায়গায় মাছ চাষ করার জন্য আমি মাটি ভরাট করে পার বেঁধেছি মাত্র।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।