লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চর শৈলমারীতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি (১১) নামে এক স্কুল ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেলাল (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বেলাল একই গ্রামের আবু তালেবের ছেলে।
বুধবার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ভোটমারি ইউনিয়নের চর শৈলমারী এলাকায় এ ঘটনা ঘটে। জান্নাতি ওই এলাকার ফজলুল হক ফজু মিয়ার মেয়ে। সে ভোটমারী এসসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে জান্নাতির মা অসুস্থ নানিকে দেখতে পাশের বাড়িতে যান। এ সময় জান্নাতি বাসায় একা ছিল। কিছুক্ষণ পর ফিরে এসে জান্নাতিকে না পেয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন তার মা। এক পর্যায়ে বাড়ির চারপাশে এবং ভুট্টা ক্ষেতে খোঁজ করেন। এ সময় বেলালসহ আরও ৪-৫ জনকে ভুট্টা ক্ষেত থেকে পালিয়ে যেতে দেখেন জান্নাতির মা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি সেখানে গিয়ে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখতে পান।
স্থানীয়দের সহায়তায় থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েটির দুই হাত পিঠমোড়া করে বাধা ছিল। তার একটি হাত ও একটি পা মুচড়ে ভেঙে দেওয়া হয়েছে। কানেও আঘাতের চিহ্ন রয়েছে। মুখে বালু ঢুকিয়ে দিয়েছে। হত্যার আগে সে ধর্ষণের শিকার হয়েছিল কিনা তা তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি। ময়নাতদন্তের জন্য গভীর রাতে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, হত্যার কারণ উদঘাটন ও দোষীদের চিহ্নিত করতে রাত থেকেই পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। ১৭ এপ্রিল সকালে নিহতের বাবা ফজলুল হক বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।