ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চার থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা
কালিগঞ্জে মুকুন্দপুর দারুস সুন্নাত মাদ্রাসায় ১১জন হাফেজকে পাগড়ি প্রদান
বোদায় বিএনপি দলকে চাঙা করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ছে
নওগাঁয় তিন গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান: নেই কোনো পাকা রাস্তা
মাধবপুরে ট্রাক পিকাপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর ২ সদস্য আটক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার
সেনা অভিযানে ৭ দিনে সারাদেশে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩৯০
“ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল
পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অবৈধ পরিচয়পত্র আটক,কেরানী বহিষ্কার
আত্রাইয়ে সিদ্ধেশ্বরী মোড় থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে
কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শণ

ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচার,প্রতিবাদে বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি রাশেদুজ্জামান অপু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি “জামালপুর হালচাল ” থেকে ক্রমাগত অপপ্রচার, মিথ্যা তথ্য ছড়ানো, সামাজিক মর্যাদা ক্ষুন্নের প্রতিবাদে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ওই বিএনপি নেতা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুরমুটের নিজ বাড়িতে এ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতা সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আক্তারুজ্জামান মিয়া বাদল ও অপু মিয়ার ছেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সৈয়দ সাফায়াত জামান অনিক উপস্থিত হয়ে কথা বলেন।
সৈয়দ রাশেদুজ্জামান অপু সাংবাদিকদের বলেন,
ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে হত্যাসহ বিভিন্ন মিথ্যা অভিযোগে আমার নামে ১৭টি মামলা দিয়েছিল।
আমি তিনবার চেয়ারম্যান ছিলাম, আমার বাবাও
এই দুরমুট ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ২৫ বছর।
২০১৬ সালে ইউপি নির্বাচনে অংশ নেয়ায় আমার জনপ্রিয়তায় দিশেহারা হয়ে আওয়ামী লীগ নেতারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে।
মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর
জেলা আওয়ামী লীগের সদস্য খালেকুজ্জামান জুবেরী, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সদস্য বদিউজ্জামান খান বাদল,
জামালপুর জেলা শ্রমিক লীগের সদস্য জাহাঙ্গীর আলম চানের ষড়যন্ত্র শুরু হয়েছে।
তাদের ষড়যন্ত্রে ” জামালপুর হালচাল” ভুয়া ফেসবুক আইডি খুলে তাদের লোক দিয়ে আমার এবং আমার ছেলে সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হচ্ছে।
জুবেরী, বাদল আর চানের অত্যাচারে ১৭ বছর এই দুরমুট ইউনিয়নে কেউ শান্তিতে থাকতে পারেনি।
সাধারণ মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্ন প্রকল্পের অর্থ লুটপাট করে তারা কোটি কোটি টাকা কামিয়েছে।
৫ আগষ্টের পর তাদের ইন্ধনে, অর্থ সহায়তায় তাদেরই কেউ আমার বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছে ভুয়া ফেসবুক আইডি খুলে।
রাশেদুজ্জামান অপু বলেন,
বিএনপি ক্ষমতায় যাইনি, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনার কথা মনে করিয়ে দিয়ে বলেছেন, আমরা যাতে এমন কোন কাজে যুক্ত না হয় যেখানে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
তিনি আরও বলেন,
এই এলাকায় আমাদের দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য এবং সামাজিক মর্যাদা বিদ্যমান।
আমাদের পারিবারিক এবং সামাজিক মর্যাদা ক্ষুন্ন এবং বিএনপির সভাপতি হিসেবে আমাকে প্রশ্নবিদ্ধ করতেই বিভ্রান্তিকর তথ্য, মিথ্যা তথ্য এবং ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে মেলান্দহ থানায় জিডি করা হয়েছে বলে জানান তিনি।
ভুয়া ফেসবুক আইডি “জামালপুর হালচাল”র পরিচালক এবং এসব ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান সৈয়দ রাশেদুজ্জামান অপু।

শেয়ার করুনঃ