
গাজায় চলমান নির্মম গণহত্যার প্রতিবাদে এক মানবিক ও শক্তিশালী অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থা (BNFD)। আজ বৃহস্পতিবার বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর বিজয়নগরে অবস্থিত সংস্থার চত্বর (১৭৪, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সড়ক) থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করে দেশের বধির জনগোষ্ঠী।
“মানবতার পক্ষে, নিপীড়নের বিরুদ্ধে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র্যালিটি ছিল শান্তিপূর্ণ, কিন্তু বার্তায় ছিল তীব্র প্রতিবাদের ঝাঁজ।
র্যালিতে অংশগ্রহণকারী শতাধিক বধির সদস্য তাঁদের হাতে প্ল্যাকার্ড, ফেস্টুন ও চিহ্নভাষার (sign language) মাধ্যমে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানান—
“গাজায় গণহত্যা বন্ধ করো!”
“আমরা ভাষাহীন হতে পারি, কিন্তু ন্যায়ের পক্ষে আমাদের প্রতিবাদ নীরব নয়।”
বধির সমাজের পক্ষ থেকে এটি ছিল এক অনন্য প্রতিবাদ—যেখানে শব্দের ব্যবহার না থাকলেও বার্তার গভীরতা স্পষ্ট ছিল প্রত্যেক চোখে, মুখে ও আন্দোলনে।
আয়োজকদের পক্ষ থেকে ছিলেন:
স্বপন কুমার হালদার – আহ্বায়ক, তত্ত্বাবধায়ক বডি, BNFD
আব্দুল জব্বার – সদস্য সচিব, BNFD
সৈয়দ কামরুল হাসান – আজীবন সদস্য, BNFD ও ফাউন্ডার, ডেফ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন
আমিনুল ইসলাম – প্রধান শিক্ষক, ঢাকা সরকারি বধির হাই স্কুল
ফজলে এলাহি, নাহিদ আহমেদ, আব্দুর রাজ্জাকসহ আরও বহু সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ
র্যালিতে অংশ নেয়া বধিরদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল—
“ফিলিস্তিনের পাশে বাংলাদেশের বধির সমাজ”
“মানবতার পক্ষে, নিপীড়নের বিরুদ্ধে!”
“Deaf but not Silent for Justice”
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, এই প্রতিবাদ ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ একটি সামাজিক উদ্যোগ। ভবিষ্যতেও বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বধির সমাজ এমন অবস্থান নিতে থাকবে বলে জানান আয়োজকরা।