ভোলায় কোস্ট গার্ড ও র্যাব যৌথ অভিযানে প্রায় ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক দাম ৯ কোটি টাকা।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোন এবং র্যাব এর সমন্বয়ে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন ঝাউবন এলাকায় মাদকের বিরুদ্ধে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক কয়েকটি বস্তা তল্লাশি করে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জব্দকৃত ইয়াবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলাপাড়া থানায় একটি মামলা করা হয় এবং নমুনা হিসেবে ২০ পিস ইয়াবা সংশ্লিষ্ট থানায় জমা দেওয়া হয়। পরবর্তীতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পটুয়াখালীর নির্দেশ মোতাবেক বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোলা এবং সহকারী পরিচালক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা এর উপস্থিতিতে পানিতে ঢুবিয়ে ইয়াবাগুলো ধ্বংস করা হয়। এসময় অভিযানে অংশগ্রহণকারী র্যাব এবং পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
ডিআই/এসকে