হবিগঞ্জের মাধবপুরে গৃহবধূকে হত্ত্যার অভিযোগে শাশুড়ি - ননাসকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৯ টার দিকে বহরা ইউপি'র সুন্ধাদিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার (১৯) কে স্বামী, শাশুড়ি ও ননাস মিলে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । এর পরেই সানজিদার স্বামী শ্বাশুড়ি সহ পরিবারের লোকজন দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহত সানজিদার পিতা মাথু মিয়া মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সানজিদার পিতা ও পুলিশ সুত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের মাথু মিয়ার মেয়ে সানজিদার সাথে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের সুন্ধাদিল গ্রামের মাসুক মিয়ার ছেলে মিজানুর রহমান এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী শ্বাশুড়ি ও স্বামীর বড় বোন সহ পরিবারের লোকজন মানসিক নির্যাতন করতে থাকে। গত মঙ্গলবার রাতে পারিবারিক কলহের জের ধরে সানজিদাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর খবর পেয়ে পুলিশ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
ওসি আব্দুল্লাহ আল মামুন গঠনার সত্যতা নিশ্চিত করে জানান, ১৬ এপ্রিল বুধবার ভোরে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালিয়ে সানজিদার শ্বাশুড়ি জমিলা খাতুন (৫৫)ও স্বামীর বড় বোন রাশেদা খাতুন (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।