
পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের সাহাপাড়া এলাকা থেকে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে লোহালিয়ার উক্ত এলাকার জনৈক পঙ্কজ সাহার মুদি দোকানের সামনে থেকে তাদের গ্রেফতার করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। গ্রেফতার কৃতরা হলেন মো: সাজেদুল করিম ওরফে সাজু (২৬) ও মোহাম্মদ রবিউল ইসলাম(২৪)। দুজনেই এ ইউনিয়নের কাঁকড়াবুনিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সাংবাদিকদের জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ও তাদের কাছ থেকে একটি নীল রংয়ের পলিথিনে ১ কেজি ২৫০ পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।
পটুয়াখালী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজেদুর রহমান সজল গণমাধ্যমের প্রতিনিধিদের জানান, বুধবার দুপুরে পটুয়াখালী সদর থানায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পটুয়াখালীতে জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক কারবারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।