বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর শাখার দ্বিবার্ষিক কাউন্সিল নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে।
বুধবার (১৬ এপ্রিল) মোরেলগঞ্জ এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ভোটগ্রহণ চলে।
এতে মোট ৬৩৯ জন ভোটারের মধ্যে ৫৯৬ জন ভোট প্রদান করেন, যা ব্যাপক অংশগ্রহণের একটি দৃষ্টান্ত স্থাপন করে।
সভাপতি পদে বিজয়ী হন শিকদার ফরিদুল ইসলাম। তিনি ৩৩৪ ভোট পেয়ে জয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ পান ২৫৯ ভোট। এখানে ১৩টি ভোট বাতিল হয়।
সাধারণ সম্পাদক পদে বিপুল ব্যবধানে নির্বাচিত হন মো. আসাদুজ্জামান মিলন। তিনি ৫১৩ ভোট পেয়ে জয়ী হন। তার পদে অপর প্রার্থী ফরহাদ হোসেন মিলন পান ৭৫ ভোট। এখানে ৮টি ভোট বাতিল হয়।
সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ সেলিম মোল্লা। তিনি ২১৭ ভোট পেয়ে জয়ী হন। অপর প্রার্থীদের মধ্যে আব্বাস মুন্সী পান ১৪৭, মোঃ ইমরুল ১২৮ ও মোহাম্মদ মহারাজ ৯৯ ভোট পান।
উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন পর্যবেক্ষণ মনিটরিং টিমের আহ্বায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন আলম, শেখ আ. হালিম খোকন, বেগম রুনা গাজী, মোঃ হাফিজুর রহমান হাফিজ এবং তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনির।
ভোট গণনা শেষে খাদেম নিয়ামুল নাসির আলাপ বলেন,
"গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়া এই নির্বাচন নেতাকর্মীদের মাঝে নব উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, নতুন নেতৃত্ব দলের কার্যক্রমে আরও গতি আনবে এবং ঐক্যবদ্ধ রাখবে।"