হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ২'শ ৫ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ রাজ্জাক (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
১৫ এপ্রিল মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত রাজ্জাক উপজেলার রাজাহার ইউনিয়নের রাজাবিরাট গ্রামের বাসিন্দা অছিম আলীর ছেলে। সে রাজাহার ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গভীর রাতে রাজাবিরাট গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় ডিএনসি সদস্যরা মাদক কারবারি রাজ্জাকের বাড়ি ঘেরাও করে তাকে গেইটের ভিতরে আটক করে। তার শয়ন কক্ষে থাকা সোকেজের নিচের ড্রয়ারে কালো রঙের পলিথিন ব্যাগের ভিতরে ২০ পাতা (১ পাতায় ১০ পিস) ও এক পাতায় ৫ পিসসহ মোট ২০৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নিষিদ্ধ ট্যাবলেটের বাজার মূল্য ২০ হাজার ৫০০ টাকা বলে জানা যায়। আটককৃত রাজ্জাকের বিরুদ্ধে ২০২৪ সালে জয়পুরহাটের কালাই থানায় একটি মাদক মামলা চলমান রয়েছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান,এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আজ (বুধবার) সকালে আদালতে প্রেরণ করা হয়।