ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা

রায়পুরায় সরকারি অর্থায়নে মন্দিরের ভবন নির্মাণে বাঁধা, থানায় পাল্টা পাল্টি অভিযোগ

নরসিংদীর রায়পুরায় হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের টাকায় মন্দিরের ভবন নির্মাণ কাজে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় চৌধুরী বাড়ির কিরণ শংকর পাল চৌধুরী ও তার লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অভিযোগ করেছেন আশ্রমের সভাপতি সঞ্জয় পাল।
রায়পুরা পৌর শহরে তাত্তাকান্দা এলাকায় পাগলনাথ আশ্রমে এ ঘটনা ঘটে।
জানা যায়, পৌর শহরের তাত্তাকান্দার চৌধুরী পরিবার কাকন নদীর পাড়ে পাগলনাথের আশ্রমের জন্য মৌখিকভাবে জমি দান করেন। পরে এখানে স্থানীয় বাসিন্দাদের সহয়তায় স্থাপনা তৈরী করে নিয়মিত পূজা আর্চনা কির্তন হয়ে আসছে। পাগলনাথের আশ্রমকে ঘিরে কাকন নদীর পাড়ে প্রতিবছর চৈত্র মাসের অষ্টমী তিথি উপলক্ষে সারা দেশ থেকে ভক্তদের সমাগম হয়। সম্প্রতি আশ্রমের উন্নয়ন ও জমি স্থায়ী ভাবে দান করার ব্যাপারে রাজি হন চৌধুরী পরিবারের কনিষ্ঠ পুত্র কিরণ শংকর পাল চৌধুরী। পরে তিনি একটি কমিটি গঠনের জন্য তার ভাগ্নে সঞ্জয় পালকে নির্দেশ দেন। কিরণ শংকর পাল চৌধুরী ও তার ভাতিজা উৎপল পাল চৌধুরীকে উপদেষ্টা করে কমিটি গঠন করা হয়। এতে সভাপতি মনোনীত হন সঞ্জয় পাল। সম্প্রতি পাগলানাথের আশ্রমে হিন্দুধর্মী কল্যাণ ট্রাস্টের ১০ লাখ টাকায় মন্দির নির্মাণের কাজ আসে। কমিটির লোকজন ভবন নির্মাণের স্থান নির্ধারণ করতে গেলে বাধা দেন কিরণ শংকর পাল চৌধুরী ও ভাতিজারা।

সঞ্জয় পাল জানান, কমিটি গঠনের পর পাগলনাথ আশ্রম হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিবন্ধিত হয়। আশ্রমে একটি মন্দির নির্মাণের জন্য কল্যাণ ট্রাস্ট থেকে দশ লাখ টাকা প্রদান করা হয়। সেই টাকায় মন্দির নির্মাণ করতে গেলে আমার মামা কিরণ শংকর পাল চৌধুরী, মামাতো ভাই উৎপল পাল চৌধুরী, সজল পাল চৌধুরী ও তাদের লোকজন। সেই সাথে আমাকে মারধরের হুমকিও দেন তারা। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রায়পুরা থানা একটি অভিযোগ দেয়।
স্বজল পাল চৌধুরী বলেন, “আমাদের পূর্বপুরুষের জমিতে মন্দিরটি স্থাপিত। আমরাই রক্ষনা বেক্ষন করে আসছি। আমি নিজে যেখানে কাজ গুলো করতে পারি। সেখানে সরকারি অর্থ নিয়ে কেনো কাজ করবো। চাইনা এখানে সরকারি স্থাপনা নির্মাণ করে এখানে অন্যকেউ মাতবরি করবে তা হতে দিবো না, নতুন কমিটি ঘোষণা করে আমরাই চালাবো।”

রায়পুরা থানার উপপরিদর্শক অজিত বলেন, “উভয় পক্ষ থেকে থানায় পাল্টা পাল্টি অভিযোগ করে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

শেয়ার করুনঃ