ঢাকা, শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বোদায় বিএনপি দলকে চাঙা করতে তৃণমূলে সাংগঠনিক কার্যক্রম বাড়ছে
নওগাঁয় তিন গ্রামের একমাত্র সরকারি শিক্ষা প্রতিষ্ঠান: নেই কোনো পাকা রাস্তা
মাধবপুরে ট্রাক পিকাপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
কুড়িগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর দুই সহযোগী আটক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা:সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ গ্রেফতার
সেনা অভিযানে ৭ দিনে সারাদেশে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩৯০
“ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক ” স্লোগানে পিরোজপুরে প্রতিবাদ মিছিল
পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সাংগঠনিক সভা
পাঁচবিবিতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে অবৈধ পরিচয়পত্র আটক,কেরানী বহিষ্কার
আত্রাইয়ে সিদ্ধেশ্বরী মোড় থেকে সামাদের মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা: জনদুর্ভোগ চরমে
কুয়াকাটায় আগুনে পোঁড়া বন পরিদর্শণ
ভূরুঙ্গামারীতে জামায়াতের সুধী সমাবেশ
আত্রাইয়ে বিষ প্রয়োগ করে দাদা ও চাচার বিরুদ্ধে এক কিশোরীকে হত্যার অভিযোগ

বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪

পটুয়াখালীর কলাপাড়ায় বাড়িতে ছাগল ঢোকায় দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় উপজেলা টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের হাওলাদার মার্কেটের সামনে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, আলো বেগম (৪০),আখি (২০),
আব্বাস (৫০),ফাতেমা বেগম (৪১)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছেন। এদের মধ্যে আলো বেগমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত আলো বেগমের মেয়ে আখি চৌধুরী বলেন, সোমবার বিকেলে আমাদের ছাগল আব্বাসের বাড়িতে ঢুকে পড়লে ছাগলটিকে লাঠি দিয়ে পিটায়। এতে ছাগলটির বিভিন্ন স্থানে যখম হয় এবং পা ফুলে ওঠে । গতকাল রাত নয়টার দিকে ছাগলটিকে আনতে গিয়ে ছাগলটিকে কেন মারা হলো এ বিষয়ে আব্বাসকে জিজ্ঞেস করলে কথা কাটাকাটির একপর্যায়ে কোন কিছু বুঝে ওঠার আগেই আব্বাস তার স্ত্রী ফাতেমা, ছেলে সজীব আমার মাকে লাঠি দিয়ে মারতে থাকে। মাকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকেও মারধর করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতাল ভর্তি করান। আমার ভাই সানি, বোন সাবিনা ঢাকা থেকে আজ সকালে আমাদের দেখতে হাসপাতালে আসলে আব্বাসের ছেলে সজীব ও রাজিব দ্বিতীয় দফায় আমাদেরকে মারধর করে।
আহত আব্বাস হাওলাদার বলেন, গতকাল রাতে আলো ও তার মেয়েকে নিয়ে ছাগলটি নিতে আসলে আমার স্ত্রী ফাতেমা বলেন ছাগলটি রাতে নেওয়ার দরকার নাই, সকালে নিয়ে যাবেন। এতে তারা রাজি না ওই আমাদের গালাগালি করে ক্ষিপ্ত হয় আমার স্ত্রী ফাতেমা মারধর করে। আমার স্ত্রীকে বাঁচাতে এগিয়ে আসলে আমাকেও মারধর করে আমার অন্ডকোষ চেপে ধরে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। আজ সকালে হাসপাতালের নার্সের কাছ থেকে আমার ছেলে সজিব বিছানার চাদর ও বালিশ আনতে গেলে। আলো বেগমের ছেলে সানি মেয়ে সাবিনা,আখি মিলে আমার ছেলেকে মারতে থাকে। ডাক চিৎকার শুনে আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে আমাকেও মারতে থাকে। এক পর্যায় হাসপাতালের মেঝেতে ফেলে কিল ঘুষি ও লাথি মারে।
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, গতকাল রাতে আমি হোন্ডা যোগে বালিয়াতলী থেকে ইট বাড়িয়াতে শানু হাওলাদার দোকানের সামনে আসলে দেখি অনেক মানুষের জটলা। শুনি এখানে আলো বেগম ও আব্বাসের সাথে মারামারি হয়েছে। রাস্তার উপর আলো বেগম পরে রয়েছে। শানু হাওলাদার আমাকে বলে ওদেরকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাও। আমি তাদেরকে নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি করি। আজ সকালে হাসপাতালে মধ্যে আব্বাস ও আলো বেগমের মারামারি আবার ঘটনা ঘটে। আমি উভয়পক্ষের লোকদের সরিয়ে দেই। পরিবেশ শান্ত করার চেষ্টা করি।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, এই বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ