STFF এর নাম ও লোগো সম্বলিত টি-শার্ট ও মাস্ক এর মোড়ক উন্মোচন

35

মানবতার স্পর্শে দূর অন্ধকার এই স্লোগানে মুখরিত একমাত্র সেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন এর লোগো সম্বলিত টি শার্ট ও মাস্ক এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয় আজ ১০ অক্টোবর, ২০২১ তারিখ রবিবার সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা মজুমদার, কেন্দ্রীয় প্রচার পরিচালক নূর নাজমুল, কেন্দ্রীয় আলো সভাপতি সাঈদুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবু হাছান, ঢাকা জেলা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ও ঢাকা বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক মোঃ ওয়াহিদ উল্লাহ, নারায়ণগঞ্জ জেলার সভাপতি কামরুল হাসান, কক্সবাজার জেলার সভাপতি কনক , মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা বিভাগের সহকারী তত্ত্বাবধায়ক আহমেদ রাসেল এবং ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এসময় টি-শার্ট এর উন্মোচন করার সময় প্রত্যেকে তার অনুভূতি ব্যক্ত করেন। সংগঠন এর নির্বাহী পরিচালক তার বক্তব্যে বলেছেন সংগঠন এর পরিচয় আপনাকে মুখে দিতে হবে না। যখন আপনি সংগঠন এর টি-শার্ট পড়ে কোথাও উপস্থিত হয়েছেন সেখানে আপনার পরিচয় দিতে হবে না। কারণ সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের নাম এবং লোগো সম্বলিত টি-শার্টই আপনার পরিচয় বহন করবে। এতে সংগঠনের যেমন পরিচিতি লাভ করবে তেমনি করে আপনি একজন স্বেচ্ছাসেবী তা অতি সহজেই বুঝে নিতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি। এভাবে উপস্থিত সকলেই সংগঠনের ভূমিকা এবং টি-শার্ট ও মাস্ক এর গুরুত্ব তুলে ধরার চেষ্টা করেন।

তাছাড়া সারা দেশের জেলা, উপজেলা, ইউনিয়ন সহ বিভিন্ন শাখা কমিটির সদস্য ও স্বেচ্ছাসেসেবী সকলে যেন টি-শার্ট পরিধান করে বিভিন্ন প্রোগ্রামের উপস্থিত হয়ে প্রোগ্রামের সৌন্দর্য যেন ফুটিয়ে তুলতে পারে সেজন্য প্রত্যেককে অন্তত ১টি-শার্ট ও মাস্ক সংগ্রহ করার জন্য আজকের অনুষ্ঠান থেকে অনুরোধ জানানো হয়।

নিউজটি শেয়ার করুন...
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •