ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ৩২
কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ৫ দিন বন্ধ থাকিবে ফেরি চলাচল
হোমনায় ২০ কেজি গাঁজসহ মাদক কারবারি আটক
কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠন সাবেক ছাত্রলীগ সভাপতি শরিফুল গ্রেপ্তার
বিরামপুরে বালুভর্তি মেসি’র চাপায় একশিশু নিহত
বনশ্রীতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জেল পলাতক আসামি গ্রেফতার
এক যুগ ধরে গুম:ওয়ারেন্ট নিয়ে বিএনপি নেতার বাসায় যাওয়া পুলিশ সদস্য প্রত্যাহার
প্রাইমএশিয়ার পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেফতার
ঝিকরগাছায় দাদার ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপার চেষ্টায় প্রভাবশালীরা
খুলনায় দেশ সংযোগ পত্রিকা অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ
পার্বতীপুরের হরিরামপুর ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে
পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার : দুই যুবকের কারাদণ্ড
আবদুল হামিদের দেশত্যাগ: তদন্ত কমিটি গঠন, এবার কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
নোবিপ্রবি’তে ভর্তিচ্ছু সহস্রাধিক শিক্ষার্থীর জন্য আবাসন ও খাবারের ব্যবস্থা

পিরোজপুর আদালত চত্বর থেকে ৫ আ’লীগ নেতা আটক

পিরোজপুর জেলা জজ আদালত চত্বর থেকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক পিপি ও জিপি সহ আওয়ামী লীগের ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের উপর হামলা করে বিএনপি’র বিক্ষুব্ধ নেতাকর্মীরা। গত ১৮ অক্টোবর দায়ের হওয়া একটি মামলায় তাদেরকে রোববার (২ মার্চ) দুপুরে নাশকতা মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক জিপি এম মতিউর রহমান, সাবেক পিপি খান মোঃ আলাউদ্দিন, সাবেক জিপি শহিদুল হক খান পান্না, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজু। এদের মধ্যে আলাউদ্দিন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হওয়ার পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের হয়। সেই মামলাগুলোতে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিল গ্রেফতারকৃতরা। পরবর্তীতে রোববার সকালে জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন তারা। তবে উচ্চ আদালত থেকে প্রাপ্ত জামিনের মেয়াদ এখনো শেষ না হওয়ায়, আদালত জামিন শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করে।

তবে আদালতে তাদের উপস্থিতি টের পেয়ে, আদালত প্রাঙ্গনে ভিড় করতে থাকে বিএনপি’র নেতাকর্মীরা। এ সময় তাদের গ্রেফতারের দাবিতে আদালত প্রাঙ্গনে মিছিল করে ছাত্রদল। তবে তারা আদালত থেকে বের হওয়ার সময় বিএনপি’র নেতাকর্মীরা তাদের উপর হামলা করে। এ সময় পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে আলাউদ্দীন একটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী এবং অন্য ৪ জনকে একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

শেয়ার করুনঃ