ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও

রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় এসএসসি পরীক্ষা কেন্দ্র থেকে গণমাধ্যমকর্মীকে বের করে দিলেন ইউএনও। এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্রের তথ্য সংগ্রহে নিষেধাজ্ঞা দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন কর্মকান্ডে হতভাগ হয়েছেন বাগমারায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। তারা অবিলম্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের এমন হঠকারী সিদ্ধান্তের তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। জানা যায়, গত ১০ এপ্রিল থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (১৫ এপ্রিল) উপজেলার ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে তথ্য সংগ্রহের জন্য কেন্দ্রে প্রবেশ করেন বাগমারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউসুফ আলী সরকার। তিনি ওই কেন্দ্রের অফিস সহকারীর রুমে যান তথ্য সংগ্রহের জন্য। সেখান থেকে বের হওয়ার সময় কেন্দ্রে প্রবেশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।
কেন্দ্রে গণমাধ্যমকর্মীকে দেখেই ক্ষিপ্ত হন ইউএনও। সে সময় বার বার গণমাধ্যমকর্মীকে চার্জ করতে থাকেন। এক পর্যায়ে তিনি সংবাদ কর্মীকে অফিস সহকারীর রুম থেকে বেরিয়ে যেতে বলেন। এছাড়াও তার অনুমতি ছাড়া কোন পরীক্ষা কেন্দ্রে তথ্য সংগ্রহ করা যাবে না বলে তিনি জানিয়ে দেন। অন্যদিকে ওই দিনই ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজে পরীক্ষা কেন্দ্রে থাকা তিনজন শিক্ষককে অনিয়মের অভিযোগে বহিষ্কার করা হয়। ওই শিক্ষকরা আগামী এক বছর কোন পরীক্ষায় কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন না। এছাড়াও ওই কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে আরো কোন অনিয়ম সংগঠিত হয় কিনা সেটা জানার আগেই ইউএনও এমন কর্মকান্ড করে বসে। অনিয়মের ঘটনায় গণমাধ্যমকর্মীরা খবর পেয়ে সংবাদ প্রকাশ করে। পরীক্ষা কেন্দ্রগুলোর অনিয়ম ঢাকতে কেন্দ্রে বিনা অনুমতিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আচরণে ক্ষুদ্ধ হন বাগমারার গণমাধ্যমকর্মীরা। অন্তরবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীরা তাদের মত করে অফিস, আদালত ও সমাজের অনিয়ম গুলো পত্রিকায় প্রকাশ করবেন। অথচ বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ ছাড়া গণমাধ্যমকর্মীরা কোন তথ্য সংগ্রহ করতে পারবেনা এটা কোন ধরনের কথা। তাহলে গণমাধ্যমকর্মীরা কি তার নির্দেশ মতে চলবে? এমন প্রশ্ন এখন গণমাধ্যমকর্মীদের। অবিলম্বে তিনি তার এমন উদ্দেশ্যে প্রণোদিত নির্দেশ প্রত্যাহার না করলে বাগমারায় কর্মরত গণমাধ্যমকর্মীরা তার সকল কাজকর্ম থেকে বিরত থাকার ঘোষণা দেন।

অন্যদিকে তিনি নিজেকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ভাল সাজার জন্য, পরীক্ষা শুরুর দিন থেকে সঙ্গে করে সাংবাদিক নিয়ে যান কেন্দ্রে ।
কেউ যেনো গোপনে পরীক্ষা কেন্দ্রের কোন অনিয়ম তুলে ধরতে না পারে সে জন্য কেন্দ্রে প্রবেশে বাধা প্রদান করা হয়।
উক্ত ঘটনায় সাংবাদিক ইউসুফ আলী সরকার বলেন, তথ্যের জন্য ভবানীগঞ্জ কারিগরি ও ব্যবস্থাপনা কলেজের অফিস সহকারীর কাছে যায়।
ওই সময় হঠাৎ করে কেন্দ্র পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সে সময় আমাকে দেখতে পান। সবার সামনে আমাকে কেন্দ্রের মধ্যে থেকে বের হয়ে যেতে বলেন। গণমাধ্যমকর্মীদের তথ্য সংগ্রহে বাধা দেয়া ঠিক করেননি তিনি। ওই দিনই অনিয়মের ঘটনায় তিন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। গণমাধ্যমকর্মীরা যেন তথ্য না পায় সে কারণে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন না তিনি।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি তার ব্যবহৃত মুঠোফোনটি রিসিভ করেননি।

শেয়ার করুনঃ