
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পাশে অভিযান চালিয়ে ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১১টার দিকে র্যাব-১৩ রংপুরের একটি দল ধরলা ব্রীজের পূর্ব পাড়ে আলম স্টোরের সামনে ট্রাক তল্লাশি করে এসব গাঁজা উদ্ধার করে। পরে গাঁজা, জব্দকৃত ট্রাকসহ গেপ্তরকৃত দুইজনকে সদর থানায় হস্তান্তর করা হয়।গেপ্তারকৃতরা হলেন, বগুড়া জেলার শিবগঞ্জ থানার রহবল হাজীপাড়া এলাকার মৃত নৈমদ্দিনের ছেলে সেকুল হাওলাদার (৪০) ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আমতলী বাজারের মৃত ইয়াকুব আলীর ছেলে আব্দুল আলীম। সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, র্যাবের পক্ষ থেকে এখনও এজাহার দেয়নি। আসামী থানা হেফাজতে আছে।