ঢাকা, মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে ফসলি জমি কাটার মহোৎসব
মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যুৎ বিচ্ছিন্ন
নওগাঁয় বিজিবি’র অভিযানে ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার
নওগাঁয় প্রয়াত সাংবাদিক মাসুদুর রহমানের স্মরণসভা
আত্রাইয়ে শিক্ষার্থীদের ভৌগোলিক জ্ঞান বৃদ্ধিতে বিদ্যালয়ে মানচিত্র স্থাপন
কলাপাড়ায় নিজ প্রতিষ্ঠান থেকে ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভূরুঙ্গামারীতে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে আ’লীগের ৫ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুরে ছাত্র হত্যার মামলায় ১৬জন আ’লীগের নেতা আটক
নাটোরে বিএসটিআই’র অভিযান : তিন বেকারি কারখানাকে মামলা ও জরিমানা
ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ৩৪ বিজিবি
পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ফুলবাড়ীতে ছাত্রদলের মানববন্ধন
জামালখান এলাকায় পাহাড় কেটে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদে চউকে’র অভিযান
ঝিকরগাছায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ফরিদপুরে হত্যা মামলার ২ আসামি ঢাকায় গ্রেফতার
উলিপুরে নাশকতা বিরোধী অভিযানে সাবেক জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ২

নোয়াখালীতে চাঁদা না দেওয়ায় দলিল লেখকের ওপর হামলা

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় মনিরুল ইসলাম রাসেল নামের এক দলিল লেখকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় অভিযোগ করলেও পুলিশ মামলা রেকর্ড অথবা কোন আসামি গ্রেফতার না করায় সাংবাদিক সম্মেলন করেন করেন এই ভুক্তভোগী।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে জেলার বেগমগঞ্জ চৌরাস্তায় নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সাংবাদ সম্মেলনে ভুক্তভোগী মনিরুল ইসলাম রাসেল আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে আকুতি জানান।

সংবাদ সম্মেলনে বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. সাইফ উদ্দিন, বাহার উদ্দিন, নাজমুল পাটোয়ারী, জামসেদ মিয়া ও আবদুস সাকুর’সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এসময় মনিরুল ইসলাম রাসেল বলেন, তিনি দীর্ঘদিন যাবৎ বেগমগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কর্মরত আছেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর স্থানীয় সন্ত্রাসী মিঠু বাহিনীর প্রধান আজিজুর রহমান মিঠুসহ তার বাহিনীর সদস্যরা রাসেলের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। কিন্তু রাসেল সন্ত্রাসীদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা রাসেলের ওপর ক্ষুদ্ধ হয়ে তাকে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

তিনি অভিযোগ করে বলেন, আমি সন্ত্রাসী মিঠু বাহিনীকে চাঁদা না দেওয়ায় তারা গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে আমার অফিসের সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালিয়ে আমাকে আহত করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে আমি সেখানে চিকিৎসা নিয়ে রাতে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করি।

রাসেল বলেন, থানায় অভিযোগ দেওয়ার পর থেকে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে ওঠেন। আজ সকালে আমার অফিসের সামনে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন ওই সন্ত্রাসীরা। তারা আমাকে প্রাণে হত্যা করার হুমকি দিচ্ছেন। ঘটনার সময় সিসিটিভিতে ধারণকৃত হামলার একটি ভিডিও রক্ষিত রয়েছে দাবি করে রাসেল বলেন, ওই ভিডিও ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে দেওয়া হয়েছে। তার পরও থানায় করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি এবং আসামিদের ধরতে পুলিশের কোন তৎপরতা দেখা যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে মামলা গ্রহণপূর্বক আসামিদের গ্রেফতারসহ বিচার দাবি করে আকুতি জানান ভুক্তভোগী দলিল লেখক মনিরুল ইসলাম রাসেল।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ