
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইউনিয়ন বিএনপি কার্যালয়সহ ৫টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাত দুইটার দিকে স্থানীয় বিএনপি কার্যালয় থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় দুটি মুদি দোকান, একটি রেষ্টুরেন্ট, একটি কীটনাশকের দোকান ও ওই বিএনপি কার্যালয় ভস্মিভূত হয়ে যায়। পরে খবর পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্থদের মধ্যে স্থানীয় রুবেল পাহলানের চৌচালা টিনসেট মুদি দোকান, ফারুক মৃধার চায়ের দোকান, আবদুল হকের মুদি দোকান ও জালাল আহমেদের কীটনাশক ঔষধের দোকান এবং স্থানীয় বিএনপি কার্যালয় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেজবাহ উদ্দিন দুলাল জানান, দূর্ঘটনায় সবচেয়ে ক্ষতি হয়েছে রুবেল এবং আবদুল হক। তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ ইলিয়াস হোসেন জানান, ঠিক কিভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। সে বিষয়ে তদন্ত চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত দোকানিদের তালিকা এবং ক্ষয়ক্ষতির পরিমাপ করার জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।