
বান্দরবান জেলা সংবাদদাতা: বান্দরবান আলীকদমের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাছির উদ্দীনের অপসারণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১.৩০ মিনিটে আলীকদম উপজেলা প্রেসক্লাব চত্বরে এই কর্মসূচির আয়োজন করে এলাকাবাসীর একাংশ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা চেয়ারম্যান নাছির উদ্দীনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে তাঁর অপসারণের জোর দাবি জানান।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান নাছির উদ্দীন দীর্ঘদিন ধরে স্থানীয় জনগণের উন্নয়নের নামে স্বজনপ্রীতি, অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। তাঁরা বলেন, একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো জনগণের স্বার্থ রক্ষা করা, অথচ তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।
মানববন্ধনে বক্তারা দ্রুত চেয়ারম্যানকে অপসারণ করে ইউনিয়নের সুশাসন ফিরিয়ে আনার দাবি জানান।