
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ১৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।
গতকাল সোমবার (১৪এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান বলেন, গতকাল সোমবার (১৪এপ্রিল) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট হতে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- জাহাঙ্গীর (৪৯), শাহিন (২৫), আব্দুল কাদের (১৯), পরশ (৩৫), মিলন (৩২), জনি রহমান (৩০), মো: জনি (২৫), আব্দুল মালেক(২৫), সূর্য (২০), শামীম (৩০),মুকুল মোল্লা (৩৫), রবিন (২৭), কামরান (২৩), ইব্রাহিম (৩৯), রবিউল (২১), ফরিদুল(২৩) ও জিয়া জামান (৩৫)।
এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ৩ জন, মাদকমামলায় ৬ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ২ জন, চাঁদাবাজির মামলায় ২ জন, চুরির মামলায় ১ জন, ডিএমপি মামলায় ১জন ও অন্যান্য মামলায় ২ জনসহ মোট ১৭ জন।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে