
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:যশোরের ঝিকরগাছায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আব্দুস সাত্তার (৩৫) নামে এক ভ্যান চালকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের রাজবাড়ীয়া গ্রামে। এ ঘটনার তিনদিন পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আব্দুস সাত্তার ঝিকরগাছা উপজেলার রাজবাড়ীয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে।
অভিযোগে বাদী উল্লেখ করেন, অভিযুক্ত আব্দুস সাত্তার ভিকটিমের প্রতিবেশী চাচা সম্পর্কর। ঘটনার দিন আব্দুস সাত্তার নিজ বাড়ি ঘরের ভিতর ভিকটিমকে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভিকটিমের স্পর্শকাতর জায়গায় হাত দিতে গেলে ভিকটিম চিৎকার করে বাইরে বেরিয়ে এসে তার বাবাকে জানায়। ভিকটিমের বাবা অভিযুক্ত আসামিকে ডেকে ঘটনাটি জানতে চাইলে অভিযুক্ত আসামি অস্বীকার করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট বিচার দিলে তারা এর সমাধান করবেন বলে আশ্বস্ত করেন ও বিষয়টি গোপন রাখেন। পরবর্তীতে ৩ দিনেও কোনো সমাধান না পেয়ে শনিবার ভিকটিমের বাবা ভিকটিমকে নিয়ে ঝিকরগাছা থানায় এসে অভিযোগ অভিযোগ দায়ের করেন।
ঝিকরগাছার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।