ঢাকা, বুধবার, ১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মধ্যনগরের মহিষখলায় ভারতীয় গবাদিপশুর চালান জব্দ
সুনামগঞ্জের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার কালাম-জব্বার বদলি
পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুসের টাকার বান্ডিল গুণে বুঝে নিচ্ছেন এএসআই
বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪
কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মীদের পদত্যাগ
বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও
নবীনগরে ধর্ষণের মামলা ধামাচাপা দিতে প্রধান আসামীর মানববন্ধন ও বিকৃত ভিডিও ধারণ
লক্ষ্মীপুরে আ’লীগ সন্ত্রাসী বাবলু মীরের হামলা শিকার জামায়াত কর্মী
বিরামপুরে মিথ্যা সংবাদের প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন
গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রের হত্যাকারীদের বিচারের দাবিতে মহাসড়কে বিক্ষোভ
সামান্য বৃষ্টিতেই জলমগ্ন আত্রাই আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ
মিয়ানমারে ভূমিকম্পে অন্যতম সর্বোচ্চ ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ
নওগাঁয় সেনাবাহিনীর অভিযানে বৈশাখী মেলায় জুয়ার আসর থেকে আটক-৪
বকশীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
উন্নয়নের মূলধারার ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতাকে সবার আগে বিবেচনা করতে হবে: জেলা প্রশাসক

নান্দাইলে রাস্তার পাশে পচাঁ ডিম ফেলার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও’কে খোলা চিঠি

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে জনবহুল ও জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে পচাঁ ডিম ফেলে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনও’কে খোলা চিঠি দিয়েছে স্থানীয় এলাকাবাসী। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে ও চিঠির মাধ্যমে উপজেলা প্রশাসনের দৃষ্টি আর্কষণ করায় তা ব্যাপক ভাইরাল হয়েছে। পাশাপাশি সুশীল সমাজের নাগরিক তথা ফেসবুক ব্যবহারকারীদের মাঝে পজেটিভ কমেন্টস সহ পরিবেশ দূষণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়। উক্ত খোলা চিঠি পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বিষয়টি নোট করেন এবং দ্রুত ব্যবস্থা নিবেন বলে ফেসবুক পোস্টে মূল্যবান কমেন্টস করে সকলকে আশ^স্ত করেন। সরজমিন পরিদর্শনে জানাগেছে, নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি গ্রামের পাশ দিয়ে বয়ে চলা “নান্দাইল রোড- তাড়াইল” সড়কের “যুগের হাওর” নামক স্থানে দীর্ঘদিন যাবৎ কিছু অসাধু ব্যবসায়ী ও পোল্ট্রি হ্যাচারি মালিক তাদের পঁচা ডিম ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে আসছে। এই ঘৃণ্য কর্মকাণ্ডের ফলে এলাকার বাতাস দূষিত হয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। পঁচা ডিমের দুর্গন্ধে “যুগের হাওর” এলাকার পরিবেশ এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে, শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে যাত্রীদের ওই রাস্তা অতিক্রম করা দুঃসাধ্য হয়ে পড়ে। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে অনেক যাত্রী বমি করতে বাধ্য হন। অথচ “যুগের হাওর” এলাকায় বিভিন্ন উৎসবের সময় এলাকার রুচিশীল ভ্রমণ পিপাসু মানুষ রাস্তার পাশে এসে সময় কাটাতো ও গল্প করতো, এ যেন ছিল পর্যটন স্থান। কিন্তু পরিবেশ দূষণের কারনে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে “উলুহাটি পাওয়ার জেনারেশন” পুনরায় পঁচা ডিম ফেলা বন্ধের জন্য ইউএনও’র নিকট খোলা চিঠি দেয়। স্থানীয় সমাজকল্যাণমূলক সংগঠন “উলুহাটি পাওয়ার জেনারেশন” নেতৃবৃন্দরা জানান, পূর্বে ২০২৩ সনে পঁচা ডিম ফেলতে থাকা অবস্থায় কতিপয় দুষ্কৃতকারীকে হাতেনাতে ধরে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন। কিন্তু প্রশাসন কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা না নিয়ে তাদের ছেড়ে দেয়। এর পিছনে প্রভাবশালী মদদদাতারা অর্থের মাধ্যমে আইনকে প্রভাবিত করেছে বলে অভিযোগ তুলে ধরেন। ফলে দুষ্কৃতকারীরা আরও বেপরোয়াভাবে যুগের হাওর এলাকায় পঁচা ডিম ফেলতে শুরু করে। এ বিষয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, যুগের হাওর এলাকায় রাস্তার পাশে পরিবেশ দূষণের বিষয়টি জানতে পেরেছি, খুব শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ