ঢাকা, বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সীমাহীন অনিয়ম দুর্নীতি মাদক বানে ভাসছে দেশ
মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু : শাশুড়ি-ননাস গ্রেপ্তার
পটুয়াখালীতে গাঁজাসহ দু’জন গ্রেফতার
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পিরোজপুর পৌর কমিটি ঘোষণা
গাইবান্ধায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ কারবারি আটক
মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা
পল্লবীতে পায়ুপথে বাতাস ঢুকিয়ে শিশু হত্যায় মামলা, এক কিশোর গ্রেফতার 
আমতলীতে শিক্ষক ও ছাত্রকে মারধর করলেন অভিভাবক
মধ্যনগরের মহিষখলায় ভারতীয় গবাদিপশুর চালান জব্দ
সুনামগঞ্জের বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার কালাম-জব্বার বদলি
পুলিশ তদন্ত কেন্দ্রে ঘুসের টাকার বান্ডিল গুণে বুঝে নিচ্ছেন এএসআই
বাড়িতে ছাগল ঢোকাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত-৪
কুড়িগ্রামে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির অর্ধশত নেতাকর্মীদের পদত্যাগ
বাগমারায় পরীক্ষা কেন্দ্র থেকে সাংবাদিককে বের করে দিলো ইউএনও
নবীনগরে ধর্ষণের মামলা ধামাচাপা দিতে প্রধান আসামীর মানববন্ধন ও বিকৃত ভিডিও ধারণ

তুরিন আফরোজের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে:ডিসি উত্তরা

রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সময় তার ল্যাপটপ ও মোবাইলের ফেসবুক চেক করে অনেকগুলো সরকার বিরোধী প্রচারণা পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তুরিন আফরোজকে গ্রেফতারে সোমবার রাত ১০টা থেকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করে নেওয়া হয় থানায়। গ্রেফতারের পর উত্তরা পশ্চিম থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তরা বিভাগের ডিসি। এসময় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

উত্তরা বিভাগের ডিসি বলেন, উত্তরা পশ্চিম থানায় ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে আব্দুল জব্বার (২১) নামের একজন ছাত্রকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার অভিযোগে দায়ের করা মামলার ৩০ নম্বর আসামি তিনি। এ মামলায় আজ রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আমরা তাকে থানায় নিয়ে এসেছি। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

তিনি জানান, গ্রেফতারের সময় তুরিন আফরোজের ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এসব ডিভাইসে ব্যবহৃত ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপের মাধ্যমে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে নীলফামারিতেও মামলা রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মহিদুল ইসলাম।

তুরিন আফরোজ ২০১৩ সালের ফেব্রুয়ারিতে আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করা হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন। ২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগ আছে, জামায়াতের সঙ্গে কোনও সম্পর্ক না থাকা সত্ত্বেও কোণঠাসা করে রাখতে নিজের জন্মদাত্রী মাকে ওই সংগঠনের রোকন বলে অপপ্রচার করে বেড়াতেন ব্যারিস্টার তুরিন আফরোজ। এছাড়া অনৈতিক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডে বাধা দেওয়ায় আওয়ামী লীগের শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে নিজ মাকে উত্তরার বাসা থেকে বেরও করে দেন তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ