ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পহেলা বৈশাখ উদযাপন নিয়ে নিরাপত্তা হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কি না,সিদ্ধান্ত বৃহস্পতিবার
গভীর সমুদ্র থেকে ১২৫ নারী-শিশুসহ ইন্দোনেশিয়াগামী নৌযান আটক
পল্লবীতে পুলিশকে আহত করে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪
মোহাম্মদপুর সাড়াশি অভিযান,নারীসহ গ্রেফতার ১০
তুরিন আফরোজের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
ভাবিকে কুপিয়ে হত্যা,আসামি দেবর গ্রেফতার
সারাদেশে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেফতার
লক্ষ্মীপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ২ , আহত ৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
জাদুকাটায় খনিজ বালি উক্তোলনকালে ১০ লাখ মূল্যের দুই ড্রেজার জব্দ
তুরিন আফরোজের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে:ডিসি উত্তরা
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
নবীনগরে আ”লীগ পরিবারের হুমকিতে নিরাপত্তাহীনতায় সরকারি কর্মকর্তা,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

রাজবাড়ী-২ আসনে আবুল খানকে বিএনপির প্রার্থী চান সাধারণ জনগণ ও নেতারা

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ক্লিন ইমেজ’ধারী প্রার্থীদের প্রাধান্য দেবে বিএনপি। অপকর্মে জড়িত বা বিতর্কিত কাউকে মনোনয়ন দেবে না দলটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটা নিয়ে আসনভিত্তিক কাজ শুরু করেছেন।
তারই প্রেক্ষিতে এবার রাজবাড়ী-২ আসনে (পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী) প্রার্থী হিসেবে রাজবাড়ী জেলা বিএনপির সদস্য আবুল হোসেন খানকে বেঁছে নিলেন এই আসনের সাধারণ জনগণ ও সিনিয়র নেতৃবৃন্দ।

তারা মনে করছেন,বিএনপির দুঃসময় এই নেতা নিজ এলাকায় দলকে যেভাবে আগলে রেখেছিল, তাকে দল মনোনয়ন দিলে তিনি এই আসনটি জিতে বিএনপিকে উপহার দিবেন।

আবুল হোসেন খান দীর্ঘদিন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

সোমবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী হিসেবে আবুল হোসেন খানের নাম ঘোষণা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু।

আবুল হোসেন খান ১৯৫৬ সালে বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের শহীদনগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মৃত ইমতাজ উদ্দিন। তিনি ইসলামপুর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের বাংলাদেশে যে এসোসিয়েশন রয়েছে সেখানে তিনি গুরুত্বপূূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আবুল হোসেন বলেন, ১৯৭৮ সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চার দল গঠন করেন তখন থেকেই তিনি এই দলের সাথে সম্পৃক্ত। চারদল গঠন পরবর্তীতে বিএনপি গঠনে তার ভূমিকা রয়েছে। জিয়াউর রহমানের সাথে তার একাকী এবং বিভিন্ন সভায় থাকার সৌভাগ্য হয়েছে। সেই থেকে এখন পর্যন্ত তিনি দলের সাথেই রয়েছেন।

তিনি আরও বলেন, ২০১৮ সালে তারেক রহমানের সাথে তিনি লন্ডনে বৈঠক করেছেন। দলের কাছে তিনি কখনো কিছু চাননি। রাজবাড়ী-২ আসনের সাধারণ মানুষের চাওয়া তিনি যেন সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তারই প্রেক্ষিতে তিনি এবার পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে নিজেকে প্রার্থী ঘোষণা করলেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি এই আসনটি জিতে বিএনপিকে উপহার দিবেন।তারই প্রেক্ষিতে তিনি এবার পাংশা-বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের অনুরোধে নিজেকে প্রার্থী ঘোষণা করলেন। দল তাকে মনোনয়ন দিলে তিনি এই আসনটি জিতে বিএনপিকে উপহার দিবেন।
প্রার্থী ঘোষণার সময় খোন্দকার মশিউল আজম চুন্নু বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন আগামি জাতীয় সংসদ নির্বাচনে ক্লীন ইমেজের ব্যক্তিকে মনোনয়ন দিবেন। সেই প্রেক্ষিতে আমরা রাজবাড়ী-২ আসনের সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা মনে করি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল হোসেন খান একজন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তি। তার নামে কোন বদনাম নেই। দলের দুর্দিনে তিনি নেতাকর্মীদের পাশে থেকেছেন। আমরা মনে প্রাণে বিশ্বাস করি দল তাকে মনোনয়ন দিবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন-উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বিল্লাল, সাবেক সাংগঠনিক সম্পাদক ওহাদ মন্ডল, যুগ্ন আহবায়ক মীর মনিরুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক মাসুদুর রহমান, নবাবপুর ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বাচ্চু, জিয়া পরিষদের আহবায়ক রফিকুদ্দৗলা বাবলু, যুবদলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব কামরুজ্জামান প্রমূখ।

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com