ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাবিকে কুপিয়ে হত্যা,আসামি দেবর গ্রেফতার
সারাদেশে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেফতার
লক্ষ্মীপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ২ , আহত ৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
জাদুকাটায় খনিজ বালি উক্তোলনকালে ১০ লাখ মূল্যের দুই ড্রেজার জব্দ
তুরিন আফরোজের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে:ডিসি উত্তরা
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
নবীনগরে আ”লীগ পরিবারের হুমকিতে নিরাপত্তাহীনতায় সরকারি কর্মকর্তা,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের
ঝিকরগাছায় আল একরা মডেল একাডেমির উদ্যোগে প্রোটেস্ট মার্চ অনুষ্ঠিত
উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ
লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মধ্যরাতে ডাক্তার-নার্সদের ঘুমে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রোগীরা

সাজ্জাদ হোসাইন শাহীন – জামালপুর প্রতিনিধিঃ মধ্যরাতে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। রোগী ও স্বজনদের দাবি, সেবা না দিয়ে হাসপাতালের কক্ষে ঘুমিয়ে থাকেন ডাক্তার-নার্সরা। ডাকাডাকি করেও প্রয়োজনে পাশে পান না নার্সদের। দায়সারা জবাব হাসপাতাল প্রশাসনের।গত শনিবার মধ্যরাতে সরেজমিনে দেখা যায়, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাতে দায়িত্বরত ডাক্তারকে জরুরি বিভাগে পাওয়া যায়নি। নার্স দরজা ভিতরে লাগিয়ে ঘুমাচ্ছেন । দরজার সামনে অপেক্ষায় রোগী ও তাদের স্বজনরা। রোগী ও স্বজনদের অভিযোগ, ডাকাডাকি করেও প্রয়োজনের সময় পাওয়া যায় না নার্সদের। রাতে সেবা চাইতে গেলে উল্টো খারাপ ব্যবহার করেন তারা।
রোগীরা জানান, ঠিকমতো নার্সরা আসেন না। সেবা তো দূরে থাক, প্রয়োজনের সময় অনুরোধ করেও আনা যায় না তাদের। ডাক্তার আর প্রশাসনের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি বলে দাবি তাদের।

মধ্যরাতে চিকিৎসা নিতে আসা লিয়াকত হোসেন নামে এক ব্যক্তি জানান,হাসপাতালে চিকিৎসা নিতে আসছি।এসে দেখি ডাক্তাররা ঘুমিয়ে আছে। ডাকলাম।এখনো ঘুমিয়েই আছে।হাসপাতাল সুত্রে জানা যায়, গত শনিবার রাতে জরুরি বিভাগে ডাঃ ওসমান গনি দায়িত্ব পালন করেন। সাধারণ ওযার্ডে দুজন নার্স দায়িত্বরত ছিলেন।তারা হলেন -শাপলা বেগম ও আয়েশা বেগম।
জরুরি বিভাগের ডাঃ ওসমান গনি জানান,পাশে নির্ধারিত রুমেই ছিলাম।মাঝে মাঝে ঘুমের ভাব আসে।বিষয়টি বললেন।সতর্ক হলাম। আর এমন হবেনা।তবে এসব বিষয় অস্বীকার করেন সেদিন দায়িত্বরত নার্সরা। শাপলা নামে নার্স জানান, রোগীর খোঁজ নিয়ে ওয়াসরুমে ছিলেন এমন দায়সারা কথা বলেন।রোগীরা যখন আসে তখনই সেবা দেয়া হয় তাদের। পাশাপাশি রাতে রোটেশন অনুযায়ী সেবা দেয়া হয় রোগীদের। আরেক নার্স আয়েশা বেগম এ বিষয়ে কথা বলেননি।পাশে থাকা তার স্বামী সংবাদিকদের সংবাদ প্রকাশ করতে বারণ করেন।মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গাজী রফিকুল হক জানান,রাতে সাংবাদিকদের আসা ঠিক হয়নি।আমাকে জানাতে পারতো সাংবাদিকরা।আপনাদের মাধ্যমে জানলাম।রাতে বিশ্রাম নিতেই পারে।এতে কোন সমস্যা নেই।

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com