ঢাকা, মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাবিকে কুপিয়ে হত্যা,আসামি দেবর গ্রেফতার
সারাদেশে দোকান-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেফতার
লক্ষ্মীপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে দৃষ্টিপ্রতিবন্ধী বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
লক্ষ্মীপুর রায়পুরে বিএনপির দু-পক্ষের সংঘর্ষে নিহত ২ , আহত ৩০
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সড়ক নির্মাণে বিএসএফের বাধা
জাদুকাটায় খনিজ বালি উক্তোলনকালে ১০ লাখ মূল্যের দুই ড্রেজার জব্দ
তুরিন আফরোজের ফেসবুকে সরকারবিরোধী প্রচারণা পাওয়া গেছে:ডিসি উত্তরা
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
নবীনগরে আ”লীগ পরিবারের হুমকিতে নিরাপত্তাহীনতায় সরকারি কর্মকর্তা,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের
ঝিকরগাছায় আল একরা মডেল একাডেমির উদ্যোগে প্রোটেস্ট মার্চ অনুষ্ঠিত
উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ
লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে জামায়াত ও সর্বস্তরের জনতার বিক্ষোভ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বাদ যোহর বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতাকর্মীরা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “ইসরায়েল গাজায় যে নৃশংসতা চালাচ্ছে তা ইতিহাসের জঘন্যতম গণহত্যার একটি। নারী, শিশু ও নিরীহ মানুষের রক্তে আজ গাজার মাটি রঞ্জিত। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”

তারা আরও বলেন, “বাংলাদেশের জনগণ সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ছিল, আছে এবং থাকবে। আমরা শান্তিপূর্ণভাবে এই বর্বরতার প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব মানবতাবাদীদের এগিয়ে আসার আহ্বান জানাই।”এছাড়া একইদিন সকাল ১১টায় ‘ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ’ ব্যানারে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা গাজার ওপর চলমান হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।উল্লেখ্য, চলমান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলি বাহিনী বারবার বিমান হামলা চালিয়ে বহু নিরীহ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ গণহত্যা বিশ্বব্যাপী তীব্র নিন্দার মুখে পড়েছে।

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com