ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ
মুজিবনগর দিবসে আনসার বাহিনীর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ
১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
পাঁচবিবি প্রেসক্লাবের সম্পাদক সাংবাদিক আবু হাসান আর নেই
কলাপাড়ায় পরীক্ষা কেন্দ্রে নকলে সহায়তার দায়ে দুই শিক্ষককে অব্যাহতি
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
শাহআলীতে পূর্বশক্রতার জের ধরে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার ৭

নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান

দীর্ঘ ঈদের ছুটি শেষ। নওগাঁ থেকে হাজার হাজার মানুষ বর্তমানে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। সিংহভাগ মানুষই যাচ্ছেন ঢাকায়। এমতাবস্থায় ট্রেন থেকে শুরু করে বাসে যাত্রীদের চাপ সবখানে। বিগত ঈদের এই সময়টাতে নওগাঁ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সকল শ্রেণির বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ গ্রহণ করতো সংশ্লিষ্টরা।

তবে এবার ঈদে যেন কোন যাত্রীর কাছ থেকে কেউ বাসের নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেই জন্য প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ টিম মাঠ পর্যায়ে কাজ করছে। তবে এখন পর্যন্ত নওগাঁয় কোন যাত্রীর কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের কোন অভিযোগ পাওয়া যায়নি। আর অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয় সেই বিষয়ে নওগাঁর প্রতিটি ঢাকা বাস কাউন্টারে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা প্রদান কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন।

শহরের চকমুক্তার এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জানান ঈদের ছুটি শেষে নিজ কর্মস্থল ঢাকায় ফিরছেন তিনি। তবে তিনি আগেই অগ্রিম বাসের টিকিট কেটে রেখেছেন। ঈদের এমন সময়ে নামীদামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হলেও লোকাল যে সব বাস আছে তারা যাত্রীদের ছিট নেই এমন অজুহাতে ব্লাক মেইল করে এই মৌসুমে কিছুটা অতিরিক্ত ভাড়া আদায় করে। তবে ঈদের এই সময়টায় প্রশাসন কঠোর নজরদারী অব্যাহত রাখলে কেউ অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নিতে পারবে না।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইবনুল আবেদীন জানান জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক নওগাঁর ঢাকা বাসস্টান্ডে গিয়ে প্রতিটি বাস কাউন্টারের ব্যক্তিদের অতিরিক্ত ভাড়া যেন আদায় করা না হয় সেই বিষয়ে কঠোর সতর্ক বার্তা প্রদান করেছেন। এরপর যদি অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় তাহলে সেই বাস কাউন্টারের ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতিটি মানুষ যেন ঈদ শেষে নিরাপদে নওগাঁ থেকে তাদের স্ব স্ব কর্মস্থলে বিনা প্রতারণায় পৌছতে পারেন সেই বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন বদ্ধ পরিকর।

যদি কোন যাত্রী কোন বাসের লোক দ্বারা প্রতারিত হন তাহলে বিষয়টি জানালে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তর মূলক শাস্তি নিশ্চিত করা হবে। যতদিন না যাত্রীদের চলাচল স্বাভাবিক হচ্ছে ততদিন প্রশাসনের এমন ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

শেয়ার করুনঃ