
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
র্যাব বলছে,এই চক্রটি কিছুদিন ধরে রাজধানীর যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও স্মার্টফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।
রবিবার (০৬ এপ্রিল) র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন- মো. সাকিব (১৯), মো. রাসেল শেখ (২৪), ও মো. রিয়াদ হোসেন লাবু (১৯)।
তাপস কর্মকার বলেন,আজ (০৬ এপ্রিল) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ১টি হাসুয়া, ১টি স্টিলের তৈরি নাকল, ১টি মোটরসাইকেল,৩টি স্মার্টফোন, ১টি পাওয়ার ব্যাংক ও নগদ ৮১৫ টাকা জব্দ করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সন্ত্রাসী কার্যক্রম ও অন্যান্য অপরাধমূলক কার্যক্রম দমনে র্যাব-১০ তার নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করে থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।
ডিআই/এসকে