
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রাম জেলার গণমাধ্যমকর্মীদের সাথে ২৪পরবর্তি নতুন বাংলাদেশে কেমন “কুড়িগ্রাম দেখতে চাই” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম ঘোষপাড়াস্থ ওএফসি হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ড.আতিক মুজাহিদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা সংগঠক মুকুল মিয়া,মোজাম্মেল হক বাবু,মাওলানা দিনার মিনহাজ,মাসুম মিয়া,আসাদুজ্জামান আসাদ,গোরাম রসুল রনি,আব্দুল আজিজ নাহিদ প্রমুখ। প্রধান অতিথির সাথে কুড়িগ্রাম জেলার মূল ধারার গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি প্রয়োজন বোধ করলে জোটগত ভাবে নির্বাচনে অংশ নেবার সম্ভাবনা রয়েছে। যা সময়ে বলে দেবে বলে জানান। এছাড়াও তিনি জেলার সমস্যা ও সমাধান চিহ্নিত করে তা থেকে উত্তোরণের বিষয়ে আলোচনা হয়।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো: জেলার ভয়াবহ ভাবে মাদক ছড়িয়ে পড়া,চিকিৎসক সংকট,অনুন্নত শিক্ষা ব্যবস্থা,নদী ভাঙ্গন,কর্মসংস্থান সৃষ্টি,যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন,দেশে নামে-বেনামে অনলাইন, পত্রিকা,আইপি টিভি বন্ধ,শিক্ষক এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা বন্ধ করা,গণমাধ্যম কর্মীদের ন্যায্য বেতন ভাতা প্রদান, স্থানীয় প্রশাসনের সাথে জেলার গণমাধ্যম কর্মীদের সম্পর্ক অবনমনসহ দুর্নীতি রোধ এবং জেলাকে এগিয়ে নিতে আগামী বাজেটে কুড়িগ্রামে স্পেশাল বরাদ্দের দাবী জানানো হয়।