
নুর কুতুবুল আলম, রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারায় চুরিকাহত যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঝিকরা ইউনিয়নের রনশীবাড়ী বাজারে। শুক্রবার সন্ধা সাড়ে ছয়’টার দিকে মর্মান্তিক এই ঘটনা ঘটে। হত্যার শিকার যুবকের নাম আব্দুর রাজ্জাক (৩৮)। পিতার নাম মিঠু। তিনি পার্শ্ববর্তী নওগাঁর আত্রাই উপজেলার গোয়ালবাড়ী গ্রামের বাসীন্দা। ভিকটিম পেশায় মাছ বিক্রেতা ছিলেন । অপর দিকে আঘাতকারী যুবক আমিরুল ইসলাম ( ২৫) একই গ্রাম ও উপজেলার বাসীন্দা ঝ্যোড়ার ছেলে। কী নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব সেটি স্থানীয়রা জানাতে পারেননি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের রনসীবাড়ী বাজারে মাছ বিক্রয় করে টিউবওয়েলের পানিতে হাত-পা পরিস্কার করছিলেন ভিকটিম আব্দুর রাজ্জাক। রনসীবাড়ী বুড়া-বুড়ি মাতার মন্দিরের পাশেই ছিল কর্মকারের দোকান। সেখান থেকে একটি ধারালো ছুরি তুলে নিয়ে পরপর দু’বার বুকের বাম পাশে ঢুকিয়ে দেয়া হয় । ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুর রাজ্জাকের। এরপর রক্তমাখা চুরি নিয়ে দৌড় দেয় অভিযুক্ত আমিরুল। ঝিকরা পুলিশ ফাঁড়িতে খবর দিলে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এর পর রনসীবাড়ী গ্রামের পূর্ব পাড়ায় জনৈক রশিদের বাড়ীতে আশ্রয় নেয় আমিরুল। পুলিশ তাকে গ্রেপ্তার করে হাতকড়া পরায়। এর পর শুরু হয় পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ। স্থানীয় সূত্র জানিয়েছে, ইটের আঘাতে ছয়জন পুলিশ আহত হয়েছে । উত্তেজিত জনতার বেদম প্রহারে আমিরুল ইসলাম ও মৃত্যুরকোলে ঢলে পড়েন। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি মুঠোফোনে কল দিলে তিনি ফোন তুলেননি। সেকারণে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।