
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ায়, ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ডাঃ আক্কাছ আলী সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার দলটির প্রচার ও দাওয়াত বিষয়ক সম্পাদক আহমদ আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্ত জানানো হয়।
পত্রে সংগঠনটির আমীর মুফতি মুহাম্মদ রেজাউল করিম এ সিদ্ধান্ত প্রদান করেন। আহম্মদ আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত পত্রে বলা হয়, মনোনয়ন পত্র জমা দিয়ে প্রফেসর ডাঃ আক্কাছ আলী কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করেছেন।