ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল
নাইক্ষ্যংছড়িতে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৭
বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা
আত্রাইয়ে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ
হোমনায় টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ
কনটেন্ট ক্রিয়েটর ‘ক্রিম আপা’ গ্রেফতার
রাজনৈতিক পরিচয় ব্যবহার: পাহাড় সমান অপকর্মে জড়ান দাদন মুন্সী
এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা
আসামি না হয়েও রাজনৈতিক মামলায় গ্রেফতারের পর বেলজিয়াম প্রবাসী আ’লীগ সভাপতির মৃত্যু
ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই একজন বহিষ্কার, চার শিক্ষককে অব্যাহতি
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত -২
ফরিদপুরে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি ‌সংহতি জানিয়ে বিএনপির কর্মসূচি

৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা

শাকির মোহাম্মদ ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ে গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার (০৩ এপ্রিল ) ২০২৫ ইংরেজি বিকাল ৩ ঘটিকায় মুল অনুষ্টান শুরু বিদ্যালয় মাঠে । ঐতিহ্যবাহী শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয় হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ৫ নাং শানখলা ইউনিয়নের শাকির মোহাম্মদ বাজারে নিকটে অনস্তিত্ব শিক্ষা প্রতিষ্ঠানটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়র ৪০ পর গুণীজন সংবধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজক ছিল অত্র বিদ্যালয়ের ৯১ব্যাচ থেকে ৯৬ ব্যাচের প্রাক্তন ছাত্রছাত্রী বৃন্দ

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয় ।

অনুষ্ঠানে সভাপতিত্বে করেন অত্র বিদ্যালয়ের ৯১ ব্যাচের ছাত্র হবিগঞ্জ জজ কোটের সিনিয়র এডভোকেট জনাব নুরুল আমীন শোয়েব ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ছাত্র শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক জনাব জাহিদু ইসলাম ।
গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিলের উদ্যোক্তা সফল ব্যক্তি সংবর্ধনা অনুষ্ঠানের সদস্য সচিব হবিগঞ্জ সমাজ সেবা অফিসেে সঃ পঃ জনাব জালাল উদ্দীন ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংবর্ধিত ও গুণীজন সম্মাননাপ্রাপ্ত অতিথি বৃন্দ হিসাবে আসন গ্রহণ করেন শিক্ষক গণ ।

জনাব দিলীপ কুমার দেব প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়,
জনাব মোঃ রইছ উল্লাহ স্যার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ মঈনুল ইসলাম চৌধুরী অবসরপ্রাপ্ত মৌলভী স্যার শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ আতাহার আলী স্যার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, জনাব এ. এইচ বশীর আহমেদ অবসরপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ আজিজুর রহমান সহকারী ইংরেজি শিক্ষক শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, জনাব মোঃ আশরাফ আলী সরকার অংকের শিক্ষক শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়
জনাব মোঃ শফিকুর রহমান চৌধুরী অবসরপ্রাপ্ত সহকারী
গুণীজন সংবর্ধনা ও দোয়া মাহফিল উপদেষ্ঠা মন্ডলী:

এডভোকেট মোঃ নুরুল আমীন শোয়েব (জজ কোর্ট হবিগঞ্জ, মো: মানিক মিয়া, প্রধান শিক্ষক, (শাকির মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, চুনারুঘাট),মো: আব্দুল আউয়াল (সহকারী শিক্ষক, শাকির মোহাম্মদ মডেল স্কুল),মো: আতাউর রহমান জুনেদ,মো: নোমান তরফদার জাহেদ,মো: হাবিবুর রহমান আলফু,মো: আব্দুস সালাম (প্রবাসী),মো: জমির আলী (ফ্রান্স প্রবাসী),শুক দেব গোস্বামী, কর্মকর্তা, আশা,মোহাম্মদ জমশেদ মিয়া তালুকদার, ইউনিয়ন সচিব
,সৈয়দ সাইদুর রহমান সোহাদ (উপ সকারী কৃষি কর্মকর্তা)
, ড. মাহবুব রাব্বানী (সহযোগী অধ্যাপক এ. আই. ইউ.বি, ঢাকা),এ. এফ. এম শহীদুল ইলাম (সেলিম), ম্যানেজার কৃষি ব্যাংক,ফনির আহমদ (সাব ইসপোক্টর বাংলাদেশ পুলিশ), মো: নুরুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ সেনা বাহিনীতে কর্মরত), মো: আঃ রহিম- ব্যবস্থাপক, আশা, সিলেট,শিপা তরফদার (প্রধান শিক্ষক, নোয়াগাঁও, স.প্রা. বি.), মো: আব্দুল কাইয়ুম (প্রোডাকশন ম্যানেজার, এসিআই),ডাঃ আশফাক চৌধুরী সুহেল (সেবা হোমিও হল), শিরমনি দেবনাথ (ব্যবসায়ী), মো: মোসাহিদ মিয়া (সিনিয়র লোন অফিসার, আশা),সাদেক তালুকদার (ব্যবসায়ী),গোলাম কিবরীয়া চৌধুরী, ম্যানেজার, আশা,মো: মকছুদ আলী, প্রধান শিক্ষক, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, বড়কুটা,মোহাম্মদ আলী (নূসরা কর্মকর্তা, নারায়নগঞ্জ), এ বি এম কামাল, সাব ইসপোরক্টর বাংলাদেশ পুলিশ,মো: কামরুল হাসান (প্রবাসী),নমরুজ্জামান চৌধুরী, সহকারী ম্যানেজার আশা, রতন শীল, (সিনিয়র শিক্ষক ভাটারাই উচ্চ বিদ্যালয় ও কলেজ, কোম্পানিগঞ্জ, সিলেটম,কানু রঞ্জন দাস, (মার্কেটিং অফিসার, আল হেরা ডায়াগনস্টিক সেন্টার জকিগঞ্জ, সিলেট, মো: জামাল আহেমদ বাবুল (ইউনিয়ন লিডার আনসার।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় এর প্রাক্তন নিহত শিক্ষক /ছাত্র ও ১৫ আগস্টে নিহত স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় ।

শেয়ার করুনঃ