ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর

নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে এস.আর.বি ব্রিকস নামীয় একটি ইটভাটায় মালিকের নিকট জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় চন্ডিপাশা ইউনিয়নের বারুইগ্রাম ডাংরি নামকস্থানে উক্ত ইটভাটায় অভিযান চালিয়ে শ্রমিকদেরকে উদ্ধার সহ বিল্লাল হোসেন (৪০) ও জাকারিয়া (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করে থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়। এসময় সেনাবাহিনীর সার্জেন্ট মো. মনিরুজ্জামান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন ও থানার এসআই সম্রাট সহ যৌথবাহিনীর টিম উপস্থিত ছিল। আটককৃতরা হচ্ছে- উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের আবু তাহেরের পুত্র বিল্লাল হোসেন এবং মুশুল্লী ইউনিয়নের মুশুল্লী গ্রামের আবু সিদ্দিকের পুত্র জাকারিয়া। জানাগেছে, পরিবেশ দপ্তরের অনুমোদনহীন এস.আর,বি ব্রিকস নামীয় ইটভাটায় দীর্ঘদিন যাবত ভাটায় কাজ করা শ্রমিকদের উপর অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছিল। শ্রমিকদেরকে জিম্মি করে ভাটায় কাজ করানো সহ ঠিকমত মজুরির টাকা দেওয়া হয় না। এছাড়া শ্রমিকরা তাদের ন্যায্য টাকা চাইলে তাদের সাথে খারাপ আচরণ সহ মারধর করে থাকে। এমনকি দূরদুরান্ত থেকে আসা ইটভাটার শ্রমিকদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে তাদেরকে জিম্মি করে রাখে। ফলে ইটভাটার মালিক ও তাঁর সহকারীরা আর্থিক সুবিধা ভোগ করার পাশাপাশি অল্প মজুরিতে ভাটার কাজ করিয়ে নিতো। এধরনের অনেক অভিযোগের কথা তুলে ধরেন উক্ত ইটভাটায় কাজ করা শ্রমিকের সরদার মো. মেহেদী হাসান মাসুদ। সে আরও জানায় ইটভাটার মালিক বারুইগ্রামের মৃত রফিক মিয়ার পুত্র রুহুল আমিন শ্রমিকদের সাথে খারাপ আচরণ করে থাকে। এরই প্রেক্ষিতে বিষয়টি গোপনীয়ভাবে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পকে জানালে ইটভাটায় অভিযান চালিয়ে জিম্মি থাকা শ্রমিকদেরকে উদ্ধার করা হয়েছে এবং দুজনকে আটক করা হয়। এ বিষয়ে ইটভাটার মালিক রুহুল আমিনের বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এখানে শ্রমিকের মাসুদ সে আমার কাছ মোটা অংকে টাকা-পয়সা নিয়ে শ্রমিকদের না দিয়ে পালিয়ে যায়। একপর্যায়ে শ্রমিকদের প্রাপ্ত মজুরি ফিরে দেওয়ার আশ^স্ত করে কাজ চলমান থাকা অবস্থায় এমন মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করেছে। আমার অন্যান্য শ্রমিকও দূর-দূরান্তের হলেও কারও কোন অভিযোগ নাই। এটা আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন ওই মাসুদ ষড়যন্ত্র করেছে। যৌথবাহিনী অন্যান্য শ্রমিকদেরকেও কোন জিজ্ঞাসাবাদ করেনি। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন উক্ত অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইটের ভাটার মালিক মোঃ রুহুল আমিন ও তার সহকারী মোঃ বিল্লাল হোসেন সহায়তায় জিম্মিকৃত শ্রমিকদেরকে মারধর, মজুরির টাকা না সঠিকভাবে না দেওয়া ও শ্রমিকদেরকে আটকে রাখার অপরাধে যৌথবাহিনী দুইজনকে আটক করেছে এবং ২০জন শ্রমিকদেরকে উদ্ধার করেছে।

শেয়ার করুনঃ