ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর

আমতলীতে শত্রুতার জেরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

আমতলী (বরগুনা)প্রতিনিধি ঃবরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ফকির খালী গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ ঢেলে পঞ্চাশ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।মঙ্গলবার (১ মার্চ) রাতে ভুক্তভোগী দুই ভাই মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির পুকুরে প্রতিবেশী মোঃ মহাসিন মৃধা ও-ই পুকুরে বিষ ঢেলে দিয়ে মাছগুলো নিধন করেছেন বলে অভিযোগ ভুক্তভোগী দুই ভাইয়ের। এতে তাদের
প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দুই ভাই।খোঁজ নিয়ে জানা গেছে, ২০২২ সালে মোঃ মতি পঞ্চায়েত এর কাছ থেকে দুলাল মুন্সি ও ফারুক মুন্সি পুকুর সহ ৭৪.৫ শতাংশ জমি ক্রয় করেন। ক্রয়কৃত ও-ই পুকুরে গত তিন বছর ধরে রুই, কাতলা, চাইনিজ পুটি,পাঙ্গাসসহ বিভিন্ন ধরনের মাছ চাষ করে আসছেন তারা। কিছুদিনের মধ্যে মাছগুলো
বিক্রি করার কথা ছিল। প্রতিপক্ষের লোকজন রাতে বিষ দিয়ে পুকুরের মাছগুলো মেরে ফেলেছে। এতে তাদের প্রায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী মোঃ দুলাল মুন্সি ও ফারুক মুন্সির অভিযোগ, মতি পঞ্চায়েত এর কাছ থেকে ক্রয়কৃত জমিতে থাকা পুকুরের পাড়া নিয়ে প্রতিবেশী মহসিন মৃধার সাথে পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগ করে চলে যাওয়ার সময় প্রতিবেশী আবুল হোসেন তাকে চিনেফেলে।প্রতিবেশী আবুল হোসেন বলেন, মঙ্গলবার রাতে গোজখালী বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন মৃধাকে ও-ই পুকুরের পাড়ে দেখেছি। আমার উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়ে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোঃ মহসিন মৃধা বলেন,আমরি এই কাজ করিনি। আমি করলাম নাকি তৃতীয় পক্ষ করল, তদন্ত করলে প্রকতৃ ঘটনা বের হয়ে যাবে।’আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ
মৎস্যচাষী লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ