
ব্রাহ্মণবাড়িয়া সরাইলে ডাকাতির প্রস্তুতিকালে তিন জনকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে (১ ডিসেম্বর) সরাইল উপজেলা কুট্টাপাড়া ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে অবস্থিত ভিক্টর ব্যাগ ফ্যাক্টরি লিঃ এর সম্মুখ হইতে অনুমান ৫ শত গজ পশ্চিম দিকে মহাসড়কের উত্তর পার্শ্বের রাস্তার ঢালে ডাকাতির প্রস্তুতি কালে তাদের গ্রেপ্তার করেন সরাইল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল মিয়া (৩৫), পিতা- আবুল কাশেম, গ্রাম- পূর্ব কুট্টাপাড়া, লুৎফর রহমান (৩০), পিতা-মোঃ রৌশন আলী, গ্রাম- খাটিহাতা, মো. জুবায়ের (২৫), পিতা-উম্মেদ আলী, গ্রাম- খাটিহাতা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।
সরাইল থানা সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার কুট্রাপাড়া ঢাকা-সিলেট মহাসড়কে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি শুরু করে। এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে তিন জনকে গ্রেপ্তার করে।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, ডাকাতির প্রস্তুতির ঘটনায় থানায় ৩ জনের নামে মামলা হয়েছে ও গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।