ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর

কালিগঞ্জে চৌমুহনী ফাজিল মাদ্রাস বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী 

আলমগীর হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা

কালিগঞ্জ উপজেলার দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক ও ছাত্র ছাত্রীদের ১ম পুনমিলনী অনুষ্ঠান ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। চৌমুহনী দারুল উলুম ফাজিল মাদ্রাসার আয়োজনে মঙ্গলবার (১ এপ্রিল২৫) ঈদুল ফিতরের পরের দিন সকাল ৯ টায় মাদ্রাসা প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এনবিআর এর উপদেষ্টা ও এসডিএফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মজিদ। দারুল উলুম চৌমুহনী ফাজিল মাদ্রাসার (অবঃ) অধ্যক্ষ আব্দুল কাদের হেলালির সভাপতিত্বে ও মাদ্রাসার সাবেক ছাত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার এপিএস মাহবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ শিকড় এর পরিচালক মাওলানা আজিজুর রহমান, সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, ঢাকা তালিমুল মিল্লাত মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আব্দুল গাফফার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর, কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ন্যাশনাল ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি অনুষ্ঠানের পৃষ্ঠপোষক শেখ আকতার উদ্দিন আহমেদ, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ শিক্ষক মণ্ডলী, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক ও বর্তমান ৬’শ জন রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীকে পাঞ্জাবি, ব্যাগ ও উপহার প্রদান এবং সম্মানিত অতিথি সাবেক শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরপরে বিকাল থেকে গভীর রাত অবধি পর্যন্ত সাতক্ষীরার কপোতাক্ষ শিল্পগোষ্ঠী ও উত্তাল শিল্পীগোষ্ঠী ও শ্যামনগরের বিহঙ্গ টিভি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষক, শিক্ষার্থী, সুধীজন, সাংবাদিক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অত্র মাদ্রাসার প্রাক্তন কৃতি ছাত্র মাওঃ মুজিবুর রহমান, সদস্য সচিব মুহাম্মাদ মাহবুব আলম ও মুখ্য সমন্বয়ক মুহাম্মাদ আব্দুর রবসহ অন্যান্য সদস্যবৃন্দ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পুনর্মিলন অনুষ্ঠান সম্পন্ন করেন।

শেয়ার করুনঃ