ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬
আমতলীতে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই

কলাপাড়ায় কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি।। প্রগতিশীল, শিক্ষামূলক ও অরাজনৈতিক সংগঠন চাকামইয়া ছাত্রকল্যাণ ইউনিট কতৃক আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে “সমাজ গঠনে ছাত্রসমাজের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(০১ এপ্রিল) সকাল ১০ টায় পূর্ব চাকামইয়া(দিত্তা) সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো.মাহাবুব আলম রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকামইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.মজিবর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আইনজীবী ও সমাজসেবক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু। পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.শাহিন হাওলাদার,সঞ্চালনা করেছেন ছাত্র ও স্কুল বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান দিপু।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মো.আনোয়ার হোসেন। সহ-আলোচক ছিলেন সাবেক ইউপি সদস্য ও সমাজসেবক মো.মামুন সিকদার,অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক দুলাল হোসেন বাবুল, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.মোয়াজ্জেম হোসেন, বরিশাল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ’র শিক্ষক মো.রাসেল আমিন,
সংগঠনের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ চয়ন, ইউনিয়ন দফাদার মো.হাসান, সংগঠনের সাবেক সভাপতি আসাদুল হক প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা, পূর্ব পাটুয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাইনুল ইসলাম সহ ইউনিয়নের সামাজিক ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে ৪০ জন কুইজ বিজয়ীদের ও এইচ এস সি ২০২৪ পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত ৩ জনকে সন্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শিবাজী কর্মকার বলেন,আমাদের বিদ্যালয় থেকে আমরা ১০ জন এ পুরস্কার এবং সনদপত্র পেয়েছি। খুব আনন্দ হচ্ছে।
প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, চাকামইয়া ইউপির সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মানোন্নয়ন এবং শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সমস্যা চিংহিত করে সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই কাজের জন্য ১টি পরামর্শক সমন্নয় কমিটি গঠন করতে হবে।

শেয়ার করুনঃ