ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নবীনগরে আ”লীগ পরিবারের হুমকিতে নিরাপত্তাহীনতায় সরকারি কর্মকর্তা,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জ ইউএনওর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের
ঝিকরগাছায় আল একরা মডেল একাডেমির উদ্যোগে প্রোটেস্ট মার্চ অনুষ্ঠিত
উলিপুরে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ
লক্ষ্মীপুরে ছাত্রদল কর্মীকে দাওয়াত না দেওয়ায় অনুষ্ঠানে হামলার অভিযোগ
গাজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ
ইসরায়েল বাহিনী কতৃক নিরীহ ফিলিস্তিনি মুসলমানদের গণহত্যার প্রতিবাদে নাইক্ষ্যংছড়িতে বিশাল সমাবেশ
পাঁচবিবিতে গাঁজায় গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ
কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় দ্বায়িত্ব গ্রহণকারী শিক্ষকদের কর্মশালা
কখনও পুলিশ,কখনও আবার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা,অবশেষে গ্রেফতার
রাজবাড়ী-২ আসনে আবুল খানকে বিএনপির প্রার্থী চান সাধারণ জনগণ ও নেতারা
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র-গুলিসহ ২ ডাকাত আটক
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রূপসায় বিক্ষোভ মিছিল
ইসরাইলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে কয়রায় জামায়াতের বিক্ষোভ মিছিল

কলমাকান্দায় সিএসডি’র উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধঃ এতিম, আলেম, রাজনীতিবিদ ও বিশিষ্টজনদের সম্মানে সিএসডির দোয়া ও ইফতার অনুষ্ঠান।আজ ৩০ মার্চ ২০২৫, আনন্দপুর হাই স্কুল ও কলেজ মাঠে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি মহতী দোয়া ও ইফতার অনুষ্ঠান। এতে অংশগ্রহণ করেন এতিম, আলেম, রাজনীতিবিদ, বিশিষ্টজনসহ নানা শ্রেণিপেশার মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত আহবায়ক জনাব এম. এ. খায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত যুগ্ম-আহবায়ক আনোয়ারুল হক টুটনসহ উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং নাজিরপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব জমসেদ আলীসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আনন্দপুর ৭নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রবীণ-নবীন ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে সিএসডির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। বিশেষত, সিএসডির চেয়ারম্যান জনাব মো. আনিসুল ইসলাম এর নেতৃত্বে সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন, তরুণরা সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম এবং সিএসডি তাদের পাশে থেকে সাহায্য করছে।সভাপতির বক্তব্যে জনাব আনিসুল ইসলাম বলেন, সিএসডি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, যেখানে মেধাবী ও ইতিবাচক মনোভাবের মানুষদের নিয়ে সমাজের শিক্ষা এবং সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। তিনি উল্লেখ করেন, সিএসডি সমাজের মানুষের মৌলিক চাহিদা পূরণে সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।

বিশিষ্ট আইনজীবী ও কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব সিরাজুল ইসলাম খোকন তাঁর বক্তব্যে সিএসডির সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সিএসডির সমস্ত ভালো কাজের সঙ্গে জাতীয়তাবাদী আদর্শের মানুষদের সহযোগিতার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত যুগ্ম-আহবায়ক জনাব ফয়সাল আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ও শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে, যা সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডি) এর একটি সফল আয়োজন হিসেবে শেষ হয়।

শেয়ার করুনঃ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com