
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর মহানগর বিএনপি ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দামের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার গেরদা ইউনিয়ন পূর্ব কাফুড়া খেয়াঘাট জামে মসজিদ প্রঙ্গনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সাদ্দামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফরিদপুর বাসীর জনপ্রিয় মুখ, ভালবাসার মানুষ বেনজীর আহম্মেদ তাবরীজ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, দেশে নানা দিক দিয়ে ষড়যন্ত্র চলছে। মানুষের ভোটার অধিকার ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষ, সাতৈর বছর একটি কালো ছায়ার অন্ধকারে বন্দি ছিল।
সেই কালোছায়া থেকে মানুষ মুক্তি পেয়েছে।
অতি শীঘ্র নির্বাচন দিয়ে দেশের মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে। বক্তরা আগমী পৌরসভা সভার মেয়র পদে বেনজীর আহম্মেদ তাবরীকে মেয়র হিসাবে জয়ী করার জন্য অঙ্গীকার পোষণ করেন। এবং বেনজীর আহম্মেদ তাবরীজ এর জন্য দোয়া কামনা করেন।
এই সময় অনুষ্ঠানে আর ও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী মুন্সিবাজার বণিক সমিতির সভাপতি জগজীবন সাহা। গেরদা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকসুদ আলী বিদু। সমাজ সেবক খোকন শরীফ। অনুষ্ঠানটি তত্ত্ববোধনায় ছিলেন, পান্নু, শহিদুল ফজল, ওবায়দুল সহ প্রমূখ।