ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

কালীগঞ্জে একতা যুব সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মোকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি:

ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে এই স্লোগান কে সামনে রেখে ঈদ-উল ফিতর উপলক্ষে একতা যুব সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামের তালুক মদাতী ও মদাতী ইউনিয়নের তালুক শাখাতী গ্রামের হতদরিদ্র ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনটির সকল সদস্যরা।

উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সহিদুল ইসলাম এর সার্বিক তত্বাবধায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন সংস্থাটির উপদেষ্টা দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। এসময় তিনি বলেন, আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তাহলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মুখে হাঁসি ফুটাতে একতা যুব সমাজকল্যাণ সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনিয়। দোয়া রইল সংস্থাটি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে আরও বেশী মানুষের পাশে যেন দাঁড়াতে পারে।

সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম রতন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসার উপহার সামগ্রী প্রদান করতে পেরে আমরা অনেক আনন্দিত। বিতরণকৃত ১০০ পরিবারের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, সেমাই, চিনি,,কিসমিস,মুড়ি এবং খেজুর।

সাধারন সম্পাদক খাইরুল ইসলাম বলেন, একটি মহত উদ্দ্যেশকে সামনে নিয়ে ২০২২ সালে আমাদের এই সংগঠনটির পথচলা শুরু হয়। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় এভাবে ভাল কাজ করে, অসহায় মানুষদের পাশে দাড়াতে পারি।ঈদ উপহার বিতরণ শেষে একতা যুব সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সহিদুল ইসলাম বলেন, অসহায় মানু্ষরো আমাদেরই সমাজের অংশ। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন । আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ তার বিবেক ও মনুষ্যত্বের চেতনা নিয়ে বেঁচে থাকবে। আসুন, আমরা সকলে মিলে মানবতার কল্যাণে কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মাদকমুক্ত সমাজ গড়ি। সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে আমরা আগামীতেও সংগঠনের পক্ষ থেকে আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি।

শেয়ার করুনঃ