ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়া চলন্ত ট্রেন পাহাড়িকা ছাদ থেকে পরে যুবকের মৃত্যু
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা

কালীগঞ্জে একতা যুব সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

মোকলেছার রহমান কালীগঞ্জ(লালমনিরহাট) প্রতিনিধি:

ঈদের আনন্দ পৌঁছে যাক অসহায়ের দুয়ারে এই স্লোগান কে সামনে রেখে ঈদ-উল ফিতর উপলক্ষে একতা যুব সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রামের তালুক মদাতী ও মদাতী ইউনিয়নের তালুক শাখাতী গ্রামের হতদরিদ্র ১০০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে এই উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনটির সকল সদস্যরা।

উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সহিদুল ইসলাম এর সার্বিক তত্বাবধায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্ধোধন করেন সংস্থাটির উপদেষ্টা দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন। এসময় তিনি বলেন, আমাদের সকলের মানবিক চিন্তা থেকে সমাজের অসহায় মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত। তাহলে সমাজে দারিদ্রতার সংখ্যা কমে যাবে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অসহায় দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মুখে হাঁসি ফুটাতে একতা যুব সমাজকল্যাণ সংস্থা যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনিয়। দোয়া রইল সংস্থাটি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রেখে আরও বেশী মানুষের পাশে যেন দাঁড়াতে পারে।

সাংগঠনিক সম্পাদক খাদেমুল ইসলাম রতন বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসার উপহার সামগ্রী প্রদান করতে পেরে আমরা অনেক আনন্দিত। বিতরণকৃত ১০০ পরিবারের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, সেমাই, চিনি,,কিসমিস,মুড়ি এবং খেজুর।

সাধারন সম্পাদক খাইরুল ইসলাম বলেন, একটি মহত উদ্দ্যেশকে সামনে নিয়ে ২০২২ সালে আমাদের এই সংগঠনটির পথচলা শুরু হয়। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন সবসময় এভাবে ভাল কাজ করে, অসহায় মানুষদের পাশে দাড়াতে পারি।ঈদ উপহার বিতরণ শেষে একতা যুব সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি সহিদুল ইসলাম বলেন, অসহায় মানু্ষরো আমাদেরই সমাজের অংশ। তাদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে আমাদের এ ক্ষুদ্র আয়োজন । আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে মানুষ তার বিবেক ও মনুষ্যত্বের চেতনা নিয়ে বেঁচে থাকবে। আসুন, আমরা সকলে মিলে মানবতার কল্যাণে কাজ করি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং মাদকমুক্ত সমাজ গড়ি। সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে আমরা আগামীতেও সংগঠনের পক্ষ থেকে আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি।

শেয়ার করুনঃ